AIFF: রাজনীতি হচ্ছে ভারতীয় ফুটবলে! কল্যাণ চৌবের পদত্যাগের দাবি বাইচুং-র
ছবি - প্রতীকী

AIFF: রাজনীতি হচ্ছে ভারতীয় ফুটবলে! কল্যাণ চৌবের পদত্যাগের দাবি বাইচুং-র

People's Reporter: বাইচুংয়ের দাবি, শুধু প্রভাকরণকে বহিষ্কার করলেই এআইএফএফ-এর সমস্যা মিটবে না কল্যাণকেও সরতে হবে।
Published on

২ বছর যেতে না যেতেই কল্যাণ চৌবের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। এআইএফএফ-এর সচিব শাজি প্রভাকরণকে বহিষ্কার করা হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। আর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে ফেডারেশনের টাকা নিজের ব্যক্তিগত কাজে লাগানোর মতো গুরুতর অভিযোগ উঠছে। যা নিয়ে সরব হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া

বাইচুংয়ের দাবি, শুধু প্রভাকরণকে বহিষ্কার করলেই এআইএফএফ-এর সমস্যা মিটবে না কল্যাণকেও সরতে হবে। আমি এক্সিকিউটিভ কমিটির সদস্যদের বলেছি কল্যাণ চৌবে এবং কোষাধ্যক্ষ কিপা অজয়েরও পদত্যাগ করা উচিত। শাজি প্রভাকরণকে একমাত্র বলির পাঁঠা করা চলবে না।

তিনি আরও বলেন, 'প্রভাকরণ, কল্যাণ এবং অজয় এক্সিকিউটিভ কমিটির অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়ী। শাজিকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে সভাপতি ও কোষাধ্যক্ষকেও সরিয়ে দেওয়া উচিত। ভারতীয় ফুটবলে এখন অচলাবস্থা চলছে। খেলায় রাজনীতি হচ্ছে। দায়িত্ব নেওয়ার এক বছর পরেই একে অপরকে ছেঁটে ফেলা হচ্ছে। এটা একেবারেই ভালো নয়। হাংঝাউ এশিয়ান গেমস ও এশিয়ান কাপের প্রস্তুতিতেও সমস্যা সৃষ্টি হয়েছে'।

প্রসঙ্গত ফেডারেশন সভাপতির পদে কল্যাণের বিরুদ্ধে লড়াই করেছিলেন বাইচুং। তবে ৩৩-১ ভোটে বাইচুংকে নির্বাচন হারতে হয়। তারপরই তিনি সরব হন খেলায় রাজনীতির বিষয়ে।

AIFF: রাজনীতি হচ্ছে ভারতীয় ফুটবলে! কল্যাণ চৌবের পদত্যাগের দাবি বাইচুং-র
IND vs ENG: ছেলে টেস্ট দলে ডাক পেতেই BCCI-র উদ্দেশ্যে বার্তা ‘বিদ্রোহী’ ক্রিকেটারের বাবার!
AIFF: রাজনীতি হচ্ছে ভারতীয় ফুটবলে! কল্যাণ চৌবের পদত্যাগের দাবি বাইচুং-র
ওরা জিতলে ট্রফি যায় আলিপুরে, আমরা জিতলে ট্রফি আসে ক্লাবে - মোহনবাগানকে কটাক্ষ ইস্টবেঙ্গল সমর্থকদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in