মেসির সাথে ভিক্টর ভ্যাসকুয়েজ
মেসির সাথে ভিক্টর ভ্যাসকুয়েজছবি - সংগৃহীত

East Bengal: ডার্বির আগেই সুখবর, চ্যাম্পিয়ন্স লিগ জেতা মেসির প্রাক্তন সতীর্থকে নিল ইস্টবেঙ্গল

People's Reporter: ইস্টবেঙ্গলে সই করে ভিক্টর বলেন, ইস্টবেঙ্গলের মতো এক ঐতিহ্যবাহী ক্লাবে সই করতে পেরে আমি গর্বিত। ভারতীয় ফুটবলে খেলার জন্য মুখিয়ে রয়েছি।

ডার্বির আগে খুশির খবর ইস্টবেঙ্গলে। লিওনেল মেসির প্রাক্তন বার্সেলোনার সতীর্থ ভিক্টর ভ্যাসকুয়েজকে সই করালো ইস্টবেঙ্গল। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই ফুটবলার।

লোনে এফসি গোয়াতে যাওয়া সেন্টার মিডফিল্ডার  বোরহা হেরেরার জায়গায় ভিক্টর ভ্যাসকুয়েজকে নিল ইস্টবেঙ্গল। যদিও রেজিস্ট্রেশন না হওয়ায় শনিবার ডার্বিতে খেলতে পারবেন না তিনি।

ইস্টবেঙ্গলে সই করে ভিক্টর বলেন, "ইস্টবেঙ্গলের মতো এক ঐতিহ্যবাহী ক্লাবে সই করতে পেরে আমি গর্বিত। ভারতীয় ফুটবলে খেলার জন্য মুখিয়ে রয়েছি। খুব তাড়াতাড়ি কোচ কার্লেস এবং সহকারী কোচ দিমাসের সঙ্গে কাজ শুরু করব।"

বার্সেলোনায় মেসি, পিকের সতীর্থ ছিলেন ভ্যাসকুয়েজ। মিডফিল্ডে খুব কার্যকরী ভূমিকা পালন করেন তিনি। বার্সার প্রাক্তন ফুটবলারকে নিয়ে লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, 'ও ইস্টবেঙ্গল সমর্থকদের অনেক আনন্দ ও সাফল্যের মুহূর্ত উপহার দেবে বলে আশা করি। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে। আশাকরি, ইন্ডিয়ান সুপার লিগেও জ্বলে উঠবে ভিক্টর'।

এই মুহূর্তে লিগ টেবিলে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের আইএসএলের ম্যাচগুলির সূচী: ৩ ফেব্রুয়ারি ডার্বি। ১০ ফেব্রুয়ারি - বনাম নর্থইস্ট (অ্যাওয়ে, বিকেল ৫টা), ১৩ ফেব্রুয়ারি - বনাম মুম্বই (হোম), ১৭ ফেব্রুয়ারি - বনাম হায়দরাবাদ (অ্যাওয়ে), ২২ ফেব্রুয়ারি - বনাম জামশেদপুর (অ্যাওয়ে), ২৬ ফেব্রুয়ারি - বনাম চেন্নাইন (হোম), ২৯ ফেব্রুয়ারি - বনাম ওডিশা (অ্যাওয়ে), ৬ মার্চ - বনাম গোয়া (অ্যাওয়ে), ৩ এপ্রিল - বনাম কেরালা (অ্যাওয়ে), ৭ এপ্রিল - বনাম বেঙ্গালুরু (হোম), ১০ এপ্রিল - বনাম পাঞ্জাব (অ্যাওয়ে)।

মেসির সাথে ভিক্টর ভ্যাসকুয়েজ
Mayank Agarwal: আপাতত স্থিতিশীল মায়াঙ্ক আগারওয়াল, তবে কথা বলতে পারবেন না ৪৮ ঘন্টা!
মেসির সাথে ভিক্টর ভ্যাসকুয়েজ
AIFF: রাজনীতি হচ্ছে ভারতীয় ফুটবলে! কল্যাণ চৌবের পদত্যাগের দাবি বাইচুং-র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in