IPL 2025: কেকেআরের বিরুদ্ধে খেলতে কলকাতায় আরসিবি, বিরাটকে দেখতে উন্মাদনা তুঙ্গে

People's Reporter: বৃহস্পতিবার মুম্বইতে ক্যাপ্টেনস মিট রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় আসবেন আরসিবির নতুন অধিনায়ক রজত পাতিদার। তবে শহরে আসতেই বিরাটকে নিয়ে উন্মাদনা তুঙ্গে।
শহরে বিরাট কোহলি
শহরে বিরাট কোহলিছবি - সংগৃহীত
Published on

আইপিএলের উদ্বোধনী ম্যাচে শনিবার কেকেআরের মুখোমুখি হবে আরসিবি। বুধবার বিকেলেই কলকাতায় পৌঁছে গেলেন বিরাট কোহলিরা। তবে দলের সাথে আসেননি আরসিবির নতুন অধিনায়ক রজত পাতিদার।

বৃহস্পতিবার মুম্বইতে ক্যাপ্টেনস মিট রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় আসবেন রজত। তবে শহরে আসতেই বিরাটকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। বৃহস্পতিবার অনুশীলন শুরু করবে আরসিবি। থাকবেন বিরাটও।

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছেন বিরাটরা। পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ সেঞ্চুরি করেছেন বিরাট। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা অনবদ্য ৮৩ রান। আইপিএলের আগে চূড়ান্ত ফর্মে রয়েছেন। শহরের ক্রিকেট উন্মাদনা বাড়িয়ে বুধবার কলকাতায় পৌঁছান তিনি। বিকেল ৫.৪০-এ তাঁর বিমান কলকাতার মাটি স্পর্শ করা মাত্রই, বিমান বন্দরের বাইরে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস নজরে পড়ে।

বিরাটকে বিমানবন্দরে দেখেই উঠল জয়ধ্বনি। এখনও পর্যন্ত আরসিবি ২ বার ফাইনাল খেললেও একবারও ট্রফি তুলতে পারেনি। কেরিয়ারের অধরা স্বপ্ন ছুঁতে মরিয়া কোহলি। তাঁর জার্সির নম্বর ১৮ আর এবারে আইপিএলও ১৮ তম।

শহরে বিরাট কোহলি
Sunil Chhetri: অবসর ভেঙে জাতীয় দলে ফিরেই সুনীলের গোল, মালদ্বীপকে ৩-০ গোলে হারালো মানালোর ভারত
শহরে বিরাট কোহলি
IPL 2025: রাজস্থানের প্রথম ম্যাচে কি অভিষেক হবে আইপিএলের কনিষ্ঠতম ক্রিকেটারের? যা জানালেন কোচ...

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in