IPL 2025: রাজস্থানের প্রথম ম্যাচে কি অভিষেক হবে আইপিএলের কনিষ্ঠতম ক্রিকেটারের? যা জানালেন কোচ...

People's Reporter: ২০২৪ মরসুমে ঘরোয়া এবং আন্তর্জাতিক মঞ্চে নজরকাড়া পারফরম্যান্স করে ক্রিকেট মহলে সাড়া ফেলেছিলেন সূর্যবংশী।
কোচের সাথে বৈভব সূর্যবংশী
কোচের সাথে বৈভব সূর্যবংশীছবি - রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজ
Published on

আর মাত্র ২ দিন বাকি আইপিএল শুরু হতে। তার আগেই রাজস্থান রয়্যালসের তথা গোটা আইপিএল-র কনিষ্ঠতম ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে নিয়ে জোর চর্চা চলছে। তাঁর অভিষেক নিয়ে জল্পনা তুঙ্গে। তবে রাজস্থানের ব্যাটিং কোচ জোর দিচ্ছেন পরিস্থিতির উপর।

২০২৪ মরসুমে ঘরোয়া এবং আন্তর্জাতিক মঞ্চে নজরকাড়া পারফরম্যান্স করে ক্রিকেট মহলে সাড়া ফেলেছিলেন সূর্যবংশী। বরোদার বিরুদ্ধে বিহারের হয়ে তিনি ৪২ বলে ৭১ রানের ইনিংস খেলে বিজয় হাজারে ট্রফিতে লিস্ট এ বিভাগে হাফসেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ভারতীয় ব্যাটসম্যান হন।

আন্তর্জাতিক মঞ্চে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করে তিনি দ্রুততম যুব টেস্ট সেঞ্চুরি করেছিলেন। এছাড়া, এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুটি গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি করে ভারতকে ফাইনালে তুলতে সাহায্য করেছিলেন। তারপরই আইপিএল-র মেগা নিলামে তাকে ১.১০ কোটি টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস। মাত্র ১৩ বছর বয়সে কোনও ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হয়ে বেশ চমক দেন সূর্যবংশী।

রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এই তরুণ প্রতিভার প্রশংসা করে বলেন, "বৈভব সূর্যবংশী খুবই প্রতিভাবান। তার মধ্যে অসাধারণ ক্ষমতা রয়েছে। সে তরুণ হলেও তার শক্তি এবং মানসিক দৃঢ়তা অসাধারণ। কঠোর পরিশ্রম করলে সে অবশ্যই বড় মাপের খেলোয়াড় হয়ে উঠবে। তবে, তার অভিষেক নির্ভর করবে দলের কৌশল, পিচ এবং প্রতিপক্ষের উপর।"

সঞ্জু স্যামসনের নেতৃত্বে রাজস্থান রয়্যালস রবিবার তাদের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। তরুণ সূর্যবংশীর আইপিএল অভিষেক নিয়ে ক্রিকেট মহলে ইতিমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

কোচের সাথে বৈভব সূর্যবংশী
Indian Football: বুধবার মালদ্বীপের বিরুদ্ধে নামছে ভারত, পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সতর্ক সুনীলরা
কোচের সাথে বৈভব সূর্যবংশী
IPL 2025: অরিজিৎ থেকে শ্রদ্ধা-বরুণ জুটি! IPL-এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে কলকাতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in