
বুধবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে নামবে ভারতীয় ফুটবল দল। যা বাংলাদেশ ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখছেন ভারতীয় কোচ। পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও যথেষ্ট সতর্ক সুনীলরা।
বাংলাদেশের বিরুদ্ধে নামার আগের নিজেদের ভুলগুলি শুধরে নেওয়ার এটাই শেষ সুযোগ ভারতের কাছে। আজ সন্ধ্যা ৭টায় মালদ্বীপের বিরুদ্ধে খেলতে নামবেন মানোলোর ছেলেরা। ম্যাচ জিতে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডভান্টেজে থাকতে চাইছেন মনবীররা।
উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রথম মুখোমুখি হয়েছিল ভারত এবং মালদ্বীপ। তারপর থেকে এখনও পর্যন্ত দুই দেশ মোট ১৮বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ১২বার। মালদ্বীপ জিতেছে ৩ বার এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। শেষবার দুই দেশ মুখোমুখি হয়েছিল ২০২১ সাফ চ্যাম্পিয়নশীপে। যে ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে পরাজিত হতে হয়েছিল।
আজকের ম্যাচ প্রসঙ্গে ভারতের কোচ বলেন, "প্রস্তুতি নেওয়ার জন্য বেশ ভালো ম্যাচ। স্পষ্টতই আমরা জিততে চাই। আমরা জানতাম যে ফিফার এই উইন্ডোটা আমাদের কাজে লাগাতে হবে। আমি আমার সকল খেলোয়াড়ের উপর আত্মবিশ্বাসী। আশা করি দুর্দান্ত ম্যাচ হবে। বাংলাদেশের বিরুদ্ধে একটি ভালো প্রস্তুতি হবে"।
মালদ্বীপ ম্যাচের পর ২৫ মার্চ ভারত মুখোমুখি হবে বাংলাদেশের। বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ারের ম্যচ খেলবে ভারত। দুটি ম্যাচই হবে শিলং-র জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। ম্যাচ দুটি জিও হটস্টার অ্যাপে এবং টেলিভিশনে স্টার স্পোর্টস ৩-তে সরাসরি সম্প্রচার হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন