
চলতি আইপিএল মরসুমে রাজস্থানের প্রথম ৩ ম্যাচে শুধু ব্যাটার হিসেবে খেলবেন সঞ্জু স্যামসন। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করবেন ২৩ বছর বয়সী রিয়ান পরাগ। সঞ্জুর আঙুলে চোটের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন জোফরা আর্চারের বাউন্সারে আঙুলে আঘাত পান সঞ্জু স্যামসন। সেই কারণে উইকেটকিপিং করছেন না। রাজস্থান রয়্যালসের অধিনায়ক তিনি। কিন্তু প্রথম ৩ ম্যাচে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হবে। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ।
রাজস্থান রয়্যালস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে সঞ্জুর খেলার কথা নিশ্চিত করেছে। পাশাপাশি রিয়ান পরাগের অধিনায়কের বিষয়টিও শেয়ার করেছে।
রাজস্থান রয়্যালস তাদের আইপিএল ২০২৫-এর অভিযান শুরু করবে ২৩ মার্চ, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এরপর ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং ৩০ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে তারা।
প্রসঙ্গত, আইপিএল-র মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসন (১৮ কোটি টাকা), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি টাকা), রিয়ান পরাগ (১৪ কোটি টাকা), ধ্রুব জুরেল (১৪ কোটি টাকা), শিমরন হেটমায়ার (১১ কোটি টাকা) এবং সন্দীপ শর্মা (৪ কোটি টাকা)-কে দলে রেখে দেয়। নিলামের সময় ফ্র্যাঞ্চাইজি তাদের বোলিং বিভাগকে শক্তিশালী করতে জোফরা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মহেশ থিক্ষনার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দলে নিয়েছে।
২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথমবার আইপিএল শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। তবে এরপর থেকে আর ট্রফি জয়ের স্বাদ পায়নি তারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন