IPL 2025: জোফ্রা আর্চারকে 'কালো ট্যাক্সি' বলে কটাক্ষ! হরভজনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

People's Reporter: এই মন্তব্যের পরই হরভজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ দাবি করেন, আইপিএল-র ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হোক হরভজনকে।
জোফ্রা আর্চার এবং হরভজন সিং
জোফ্রা আর্চার এবং হরভজন সিংছবি - সংগৃহীত
Published on

জোফ্রা আর্চারকে 'কালো ট্যাক্সি' বলে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং। তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে। রবিবার হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচ চলাকালীন এই মন্তব্য করেছিলেন হরভজন।

হায়দরাবাদের বিরুদ্ধে রবিবার অর্থাৎ গতকাল আইপিএল-র ইতিহাসে সবথেকে বেশি রান দেন জোফ্রা আর্চার। ৪ ওভারে ৭৬ রান দেন। কিন্তু কোনও উইকেট তুলতে পারেননি। ধারাভাষ্য দেওয়ার সময় হরভজন সিং বলেন, "লন্ডনে কালো ট্যাক্সির মিটার দ্রুত চলে আর এখানে আর্চার সাহেবের মিটারও দ্রুত চলছে।"

এই মন্তব্যের পরই হরভজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ দাবি করেন, আইপিএল-র ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হোক হরভজনকে। এক ব্যবহারকারী লেখেন, 'যুক্তরাজ্যেও আইপিএল দেখতে পাই আমরা। আমি নিজে না শুনলেও অনেকেই শুনেছেন যে জোফ্রা আর্চারকে হরভজন সিং বর্ণবাদী আক্রমণ করেছেন। আইপিএল এবং স্টার স্পোর্টসের উচিত তাঁকে সরিয়ে দেওয়া।'

প্রসঙ্গত, রবিবার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। ব্যাটিং করতে নেমে রাজস্থানের বোলারদের রীতিমতো পর্যুদস্ত করেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। মাত্র ৪৬ বলে সেঞ্চুরি করেন ঈশান কিষাণ। ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ২৮৬ রান তোলে হায়দরাবাদ।

আর ৪ ওভার বল করে ৭৬ রান দেন রাজস্থানের জোফ্রা আর্চার। ইকোনমি ১৯.০০। তাঁর এই ধরণের পারফর্ম দেখে হতাশ হয়েছে টিম ম্যানেজমেন্টও। এছাড়া ফারুকি ১৬ ইকোনমিতে ৩ ওভার বল করে ৪৯ রান দিয়েছেন। তুষার দেশপাণ্ডে ৪ ওভার বল করে ৪৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। থিকশানা ৪ ওভারে ৫২ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

আইপিএল-র ইতিহাসে এই মুহূর্তে সবথেকে বেশি রান দেওয়া বোলারের তালিকায় শীর্ষে রয়েছেন জোফ্রা। আগে এই রেকর্ড ছিল মোহিত শর্মার। ২০২৪ আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৩ রান দিয়েছিলেন।

জোফ্রা আর্চার এবং হরভজন সিং
IPL 2025: 'গুজব না ছড়ানোই ভালো' - রামনবমীতে ইডেনেই কলকাতার ম্যাচ আয়োজনে মরিয়া CAB!
জোফ্রা আর্চার এবং হরভজন সিং
BCCI: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উপহার, ভারতীয় দলকে ৫৮ কোটি টাকার নগদ পুরস্কার BCCI-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in