IPL 2025: সেঞ্চুরি হাতছাড়া করেও জোড়া রেকর্ড কলকাতার ডি'কক-র! দেখুন একনজরে

People's Reporter: বিদেশি উইকেটকিপার হিসেবে নজির গড়লেন ডি'কক। বিদেশি উইকেটকিপার হিসেবের সবথেকে বেশি ৯০ বা তার বেশি রানের ইনিংস খেললেন ডি'কক।
কুইন্টন ডি'কক
কুইন্টন ডি'ককছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

চলতি আইপিএল-এ প্রথম ম্যাচ পরাজয়ের পর ঘুরে দাঁড়ালো কেকেআর। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে নাইটরা। এই ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া করলেও জোড়া নজির গড়লেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি'কক।

বিদেশি উইকেটকিপার হিসেবে নজির গড়লেন ডি'কক। বিদেশি উইকেটকিপার হিসেবে সবথেকে বেশি ৯০ বা তার বেশি রানের ইনিংস খেললেন ডি'কক। মোট ৩ বার তিনি ৯০-র বেশি রান করেছেন। যার মধ্যে দুটি শতরান রয়েছে। গতকাল ৩ রানের জন্য শতরান করতে পারলেন না তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, জনি বেয়ারস্টো এবং জস বাটলার।

এছাড়া গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে এক ইনিংসে সর্বাধিক রানের মালিকও হলেন কুইন্টন ডি'কক। এর আগে এই মাঠে সর্বাধিক রান করেছিলেন শিখর ধাওয়ান। ২০২৩ সালে রাজস্থানের বিরুদ্ধেই পাঞ্জাব কিংসের হয়ে ধাওয়ান ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। গতকাল কলকাতার তারকা ব্যাটার ৯৭ রান করলেন।

গতকাল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। কলকাতার প্রায় সকল বোলারই অসাধারণ পারফর্ম করেন। ২টি করে উইকেট নেন বৈভব আরোরা, হর্ষিত রানা, মইন আলি এবং বরুণ চক্রবর্তী। ১টি উইকেট নেন স্পেনসার জনসন। প্রথমে ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ১৫১ রান তোলে রাজস্থান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানেই আউট হন মইন। রাহানে ফেরেন ১৮ রানে। এরপর কুইন্টন ডি'ককের ৬১ বলে ৯৭ রান এবং অঙ্গকৃষ রঘুবংশীর ১৭ বলে ২২ রানের ইনিংসের জেরে ১৭ ওভার ৩ বলে ১৫৩ রান করে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স।

কুইন্টন ডি'কক
FIFA World Cup 2026 Qualifiers: নাস্তানাবুদ ব্রাজিল, ২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে গেল আর্জেন্টিনা
কুইন্টন ডি'কক
BCCI: বোর্ডের চুক্তি তালিকায় অবনমনের মুখে রোহিত-বিরাট! অন্তর্ভুক্ত হতে পারেন শ্রেয়স

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in