

চলতি আইপিএল-এ প্রথম ম্যাচ পরাজয়ের পর ঘুরে দাঁড়ালো কেকেআর। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে নাইটরা। এই ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া করলেও জোড়া নজির গড়লেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি'কক।
বিদেশি উইকেটকিপার হিসেবে নজির গড়লেন ডি'কক। বিদেশি উইকেটকিপার হিসেবে সবথেকে বেশি ৯০ বা তার বেশি রানের ইনিংস খেললেন ডি'কক। মোট ৩ বার তিনি ৯০-র বেশি রান করেছেন। যার মধ্যে দুটি শতরান রয়েছে। গতকাল ৩ রানের জন্য শতরান করতে পারলেন না তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, জনি বেয়ারস্টো এবং জস বাটলার।
এছাড়া গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে এক ইনিংসে সর্বাধিক রানের মালিকও হলেন কুইন্টন ডি'কক। এর আগে এই মাঠে সর্বাধিক রান করেছিলেন শিখর ধাওয়ান। ২০২৩ সালে রাজস্থানের বিরুদ্ধেই পাঞ্জাব কিংসের হয়ে ধাওয়ান ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। গতকাল কলকাতার তারকা ব্যাটার ৯৭ রান করলেন।
গতকাল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। কলকাতার প্রায় সকল বোলারই অসাধারণ পারফর্ম করেন। ২টি করে উইকেট নেন বৈভব আরোরা, হর্ষিত রানা, মইন আলি এবং বরুণ চক্রবর্তী। ১টি উইকেট নেন স্পেনসার জনসন। প্রথমে ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ১৫১ রান তোলে রাজস্থান।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানেই আউট হন মইন। রাহানে ফেরেন ১৮ রানে। এরপর কুইন্টন ডি'ককের ৬১ বলে ৯৭ রান এবং অঙ্গকৃষ রঘুবংশীর ১৭ বলে ২২ রানের ইনিংসের জেরে ১৭ ওভার ৩ বলে ১৫৩ রান করে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন