
বিসিসিআই-র কেন্দ্রীয় চুক্তি তালিকায় অবনমন হতে পারে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি এখনও। বোর্ডের চুক্তিতে ফের যুক্ত হতে পারেন শ্রেয়স আইয়ার।
সোমবার বিসিসিআই মহিলাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে ১৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, গতবারের তুলনায় তালিকাটি ছোট করা হয়েছে। মনে করা হচ্ছে পুরুষ দলের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন হতে পারে। চুক্তি তালিকা থেকে অবনমন হতে পারে রোহিত, কোহলি এবং রবীন্দ্র জাদেজার।
বর্তমানে A+ ক্যাটাগরির রিটেইনারশিপ ফি ৭ কোটি টাকা, যেখানে A ক্যাটাগরির খেলোয়াড়রা পান ৫ কোটি, B গ্রেডের জন্য ৩ কোটি এবং C গ্রেডের ক্রিকেটাররা পান ১ কোটি টাকা।
A+ বিভাগে পরিবর্তন হতে পারে। বুমরাহ, রোহিত, কোহলি এবং জাদেজা গত বছর A+ ক্যাটাগরির খেলোয়াড় ছিলেন। তবে, এই ক্যাটাগরিতে সাধারণত তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের রাখা হয়। টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর রোহিত, কোহলি এবং জাদেজা এখন শুধুমাত্র দুটি ফরম্যাটে খেলছেন। তাই তাঁদের চুক্তি নিয়ে পরিবর্তন হতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে A ক্যাটাগরিতে আর থাকবেন না রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর প্যাটেল, যিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই নিয়মিত খেলছেন তাঁকে B গ্রেড থেকে A গ্রেডে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। এছাড়া, শ্রেয়স আইয়ারও যুক্ত হতে পারেন A গ্রেডে। এই মরসুমে ১১টি ওয়ানডে খেলেছেন তিনি। তাছাড়া বোর্ডের নির্দেশ অনুযায়ী ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলেন তিনি।
C গ্রেডেও অন্তর্ভুক্ত হতে পারে নতুন ক্রিকেটাররা। যেকোনো ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হতে হলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অন্তত ৩টি টেস্ট, ৮টি ওয়ানডে বা ১০টি টি-টোয়েন্টি খেলতে হয়।
বাংলার পেসার আকাশ দীপ এবং ব্যাটার সরফরাজ খান C ক্যাটাগরিতে জায়গা পেতে পারেন, কারণ তাঁরা এই মরসুমে বহু ম্যাচ খেলেছেন। নীতিশ কুমার রেড্ডিও তালিকায় থাকতে পারেন, কারণ তিনি বর্ডার-গাভাস্কর ট্রফি সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন ক্রিকেটার বোর্ডের চুক্তির মধ্যে থাকলেও বাদ পড়তে পারেন শার্দুল ঠাকুর এবং রুতুরাজ গায়কোয়াড়। গতবারের তালিকায় এই দুই ক্রিকেটারই ছিলেন। তবে বর্তমানে তাঁরা চুক্তির জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে পারেননি। যদিও নির্বাচক কমিটি, প্রধান কোচ ও বোর্ড সচিবের পরামর্শে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন