
রবিবার আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংস (CSK)-এর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স (MI)-এর হয়ে অভিষেক ম্যাচেই নজর কাড়লেন তরুণ স্পিনার ভিগনেশ পুথুর। তাঁর দুর্দান্ত বোলিং পারফরম্যান্স সবার মন জয় করেছে। তাঁর স্পিনার হয়ে ওঠার পিছনেও রয়েছে বেশ মজার এক কাহিনী।
কেরালার মালাপ্পুরমের ২৪ বছর বয়সী পুথুরকে মুম্বাই ইন্ডিয়ান্স ৩০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। তবে তিনি কেরালার সিনিয়র দলে খেলার সুযোগ পাননি এখনও। অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছেন। বর্তমানে তিনি কেরালা ক্রিকেট লীগে অ্যালেপ্পি রিপলসের হয়ে খেলেন এবং তামিলনাড়ু প্রিমিয়ার লীগেও অংশ নিয়েছেন।
পুথুরের ক্রিকেটযাত্রা বেশ চমকপ্রদ। সাধারণ এক অটোচালকের সন্তান তিনি। একসময় তিনি মিডিয়াম পেসার ছিলেন, কিন্তু স্থানীয় ক্রিকেটার মহম্মদ শেরিফের পরামর্শে লেগ স্পিন বেছে নেন। এরপর ত্রিশূরে গিয়ে সেন্ট থমাস কলেজের হয়ে কেরালা কলেজ প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে নজর কাড়েন। এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় MI কেপ টাউনের নেট বোলার হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে আরও সমৃদ্ধ করেছে।
গতকাল পুথুর তাঁর প্রথম ওভারেই CSK অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে উইল জ্যাকসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। এরপর ফেরান শিবম দুবেকে। দুবে ক্যাচ দিয়ে বসেন তিলক ভার্মার হাতে। এছাড়া দীপক হুডাকেও মাত্র ৩ রানে আউট করেন তিনি। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। মুম্বইকে খেলাতেও ফিরিয়ে আনেন পুথুর। কিন্তু শেষরক্ষা হল না।
রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ১৫৫/৯ রান তোলে। CSK-এর হয়ে নূর আহমেদ ১৮ রানে ৪ উইকেট এবং খলিল আহমেদ ২৯ রানে ৩ উইকেট নেন। রান তাড়া করতে নেমে রাচীন রবীন্দ্রের ৬৫ রানের অপরাজিত ইনিংস এবং রুতুরাজ গায়কোয়াড়ের ৫৩ রানের উপর ভর করে চেন্নাই ৪ উইকেটে জয় তুলে নেয়।
মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ হারলেও, পুথুরের দুর্দান্ত পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশার আলো জ্বালিয়ে দিল। তাঁর স্পিন জাদু MI-এর বোলিং আক্রমণের নতুন অস্ত্র হয়ে উঠতে পারে। ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনিকেও তাঁর সাথে কথা বলতে দেখা যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন