
ফের রান করতে ব্যর্থ হলেন রোহিত শর্মা। এই নিয়ে টানা তিন ম্যাচে তিনি বড় রান করতে পারেননি। যা নিয়ে এবার সরব হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, রোহিত শর্মা বলেই এখনও মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে রাখছে।
সোমবার কেকেআরের বিরুদ্ধে দল জিতলেও রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনা চলছে। এই ম্যাচে তিনি ১২ বলে মাত্র ১৩ রান করেন, যা চলতি আইপিএল-এ তার ধারাবাহিক ব্যর্থতারই আরেকটি প্রমাণ। এর আগে তিনি ০, ৮ এবং ১৩ রান করেছিলেন, যা দল ও ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মন্তব্য করেছেন, "রোহিত শর্মা যদি অন্য কোনো ব্যাটসম্যান হতেন, তাহলে এতদিনে তিনি একাদশ থেকে বাদ পড়তেন। সে শুধুমাত্র তার নামের জন্য দলে রয়েছেন।"
তিনি আরও বলেন, "আপনি তাঁর পরিসংখ্যান দেখুন, আপনাকে মনে রাখতে হবে আমরা এখন রোহিতকে কেবল একজন ব্যাটসম্যান হিসেবেই বিচার করছি। কারণ সে অধিনায়ক নয়।"
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মার্ক বাউচার অবশ্য এই ব্যাপারটি নিয়ে খুব বেশি চিন্তিত নন। ম্যাচ শেষে তিনি বলেন, "রোহিত আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সে অনেক অভিজ্ঞ এবং আমরা জানি, বড় ম্যাচে সে পারফর্ম করতে পারে। আমরা তাঁর পাশে আছি এবং সে দ্রুতই ফর্মে ফিরবে বলে বিশ্বাস করি।"
মুম্বাই ইন্ডিয়ান্স এই জয়ের ফলে আত্মবিশ্বাস ফিরে পেলেও, দলের ব্যাটিং লাইনআপে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করা হতে পারে। বিশেষ করে, রোহিত শর্মার ব্যর্থতা চলতে থাকলে তার ব্যাটিং পজিশনে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচগুলোতে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ছন্দ ধরে রাখতে পারে কি না এবং রোহিত শর্মা তার পুরোনো রূপে ফিরতে পারেন কি না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন