IPL 2025: 'রোহিত শর্মা বলেই এখনও দলে রয়েছেন' - টানা ৩ ম্যাচে ব্যর্থতার পরই কটাক্ষ প্রাক্তন তারকার

People's Reporter: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেন, "রোহিত শর্মা যদি অন্য কোনো ব্যাটসম্যান হতেন, তাহলে এতদিনে তিনি একাদশ থেকে বাদ পড়তেন। সে শুধুমাত্র তার নামের জন্য দলে রয়েছেন।"
রোহিত শর্মা এবং মাইকেল ভন
রোহিত শর্মা এবং মাইকেল ভনছবি সংগৃহীত
Published on

ফের রান করতে ব্যর্থ হলেন রোহিত শর্মা। এই নিয়ে টানা তিন ম্যাচে তিনি বড় রান করতে পারেননি। যা নিয়ে এবার সরব হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, রোহিত শর্মা বলেই এখনও মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে রাখছে।

সোমবার কেকেআরের বিরুদ্ধে দল জিতলেও রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনা চলছে। এই ম্যাচে তিনি ১২ বলে মাত্র ১৩ রান করেন, যা চলতি আইপিএল-এ তার ধারাবাহিক ব্যর্থতারই আরেকটি প্রমাণ। এর আগে তিনি ০, ৮ এবং ১৩ রান করেছিলেন, যা দল ও ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মন্তব্য করেছেন, "রোহিত শর্মা যদি অন্য কোনো ব্যাটসম্যান হতেন, তাহলে এতদিনে তিনি একাদশ থেকে বাদ পড়তেন। সে শুধুমাত্র তার নামের জন্য দলে রয়েছেন।"

তিনি আরও বলেন, "আপনি তাঁর পরিসংখ্যান দেখুন, আপনাকে মনে রাখতে হবে আমরা এখন রোহিতকে কেবল একজন ব্যাটসম্যান হিসেবেই বিচার করছি। কারণ সে অধিনায়ক নয়।"

এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মার্ক বাউচার অবশ্য এই ব্যাপারটি নিয়ে খুব বেশি চিন্তিত নন। ম্যাচ শেষে তিনি বলেন, "রোহিত আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সে অনেক অভিজ্ঞ এবং আমরা জানি, বড় ম্যাচে সে পারফর্ম করতে পারে। আমরা তাঁর পাশে আছি এবং সে দ্রুতই ফর্মে ফিরবে বলে বিশ্বাস করি।"

মুম্বাই ইন্ডিয়ান্স এই জয়ের ফলে আত্মবিশ্বাস ফিরে পেলেও, দলের ব্যাটিং লাইনআপে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করা হতে পারে। বিশেষ করে, রোহিত শর্মার ব্যর্থতা চলতে থাকলে তার ব্যাটিং পজিশনে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচগুলোতে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ছন্দ ধরে রাখতে পারে কি না এবং রোহিত শর্মা তার পুরোনো রূপে ফিরতে পারেন কি না।

রোহিত শর্মা এবং মাইকেল ভন
IPL 2025: মুম্বই ম্যাচে ভরাডুবি, দলের ব্যাটিং ব্যর্থতাকেই কাঠগড়ায় তুললেন কেকেআর অধিনায়ক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in