
মুম্বাই ইন্ডিয়ান্স-এর কাছে লজ্জার হার। তিন ম্যাচের মধ্যে দুটোতে হেরে পয়েন্ট টেবিলের একদম শেষে কলকাতা। ব্যাটিং বিপর্যয়ের জেরে এই ফলাফল বলে দাবি করলেন অধিনায়ক রাহানে।
সেই পুরনো আতঙ্কই ফিরে এল। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামলেই চাপে ভেঙে পড়ে কলকাতা নাইট রাইডার্স। সোমবারের ম্যাচেও তার ব্যতিক্রম হল না। মর্যাদার লড়াইয়ে জয়ের স্বপ্ন দেখেছিলেন কিং খান, কিন্তু আবারও স্বপ্নভঙ্গ হল। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হার স্বীকার করলো কেকেআর।
প্রথমে ব্যাট করতে নেমে ১১৬ রানেই শেষ কেকেআরের ইনিংস। মুম্বই ইন্ডিয়ান্স সহজেই ১২.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ব্যাটিং বিপর্যয়ের পর দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে স্বীকার করলেন, এটি দলের জন্য এক ভয়ানক দিন।
ম্যাচ শেষে রাহানে বলেন, ‘একটা খারাপ দিন গেল আমাদের জন্য। কোনও অজুহাত দেওয়ার জায়গা নেই। পিচ ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল, বল ভালোভাবে ব্যাটে আসছিল। কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। আমাদের ব্যাটিং ব্যর্থতাই মূল কারণ। বোলারদের লড়াই করার মতো স্কোরই দিতে পারিনি। এই উইকেটে ১৮০-১৯০ করলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।’
মাত্র ৪৫ রানের মধ্যেই কেকেআরের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন, যা ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেয়। নাইট বোলারদের আর কিছু করার ছিল না। এই হারের পর তিন ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়েই টেবিলের শেষ স্থানে রয়েছে কেকেআর, আর রানরেট নেমেছে -১.৪২৮ পয়েন্ট-এ। নাইটদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন দ্রুত আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং ব্যাটিং শক্তিশালী করা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন