মুম্বই ম্যাচে ভরাডুবি কেকেআরের
মুম্বই ম্যাচে ভরাডুবি কেকেআরেরছবি - কেকেআরের ফেসবুক পেজ

IPL 2025: মুম্বই ম্যাচে ভরাডুবি, দলের ব্যাটিং ব্যর্থতাকেই কাঠগড়ায় তুললেন কেকেআর অধিনায়ক

People's Reporter: প্রথমে ব্যাট করতে নেমে ১১৬ রানেই শেষ কেকেআরের ইনিংস। মুম্বই ইন্ডিয়ান্স সহজেই ১২.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। অধিনায়ক রাহানে স্বীকার করলেন, এটি দলের জন্য এক ভয়ানক দিন।
Published on

মুম্বাই ইন্ডিয়ান্স-এর কাছে লজ্জার হার। তিন ম্যাচের মধ্যে দুটোতে হেরে পয়েন্ট টেবিলের একদম শেষে কলকাতা। ব্যাটিং বিপর্যয়ের জেরে এই ফলাফল বলে দাবি করলেন অধিনায়ক রাহানে।

সেই পুরনো আতঙ্কই ফিরে এল। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামলেই চাপে ভেঙে পড়ে কলকাতা নাইট রাইডার্স। সোমবারের ম্যাচেও তার ব্যতিক্রম হল না। মর্যাদার লড়াইয়ে জয়ের স্বপ্ন দেখেছিলেন কিং খান, কিন্তু আবারও স্বপ্নভঙ্গ হল। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হার স্বীকার করলো কেকেআর।

প্রথমে ব্যাট করতে নেমে ১১৬ রানেই শেষ কেকেআরের ইনিংস। মুম্বই ইন্ডিয়ান্স সহজেই ১২.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ব্যাটিং বিপর্যয়ের পর দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে স্বীকার করলেন, এটি দলের জন্য এক ভয়ানক দিন।

ম্যাচ শেষে রাহানে বলেন, ‘একটা খারাপ দিন গেল আমাদের জন্য। কোনও অজুহাত দেওয়ার জায়গা নেই। পিচ ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল, বল ভালোভাবে ব্যাটে আসছিল। কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। আমাদের ব্যাটিং ব্যর্থতাই মূল কারণ। বোলারদের লড়াই করার মতো স্কোরই দিতে পারিনি। এই উইকেটে ১৮০-১৯০ করলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।’

মাত্র ৪৫ রানের মধ্যেই কেকেআরের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন, যা ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেয়। নাইট বোলারদের আর কিছু করার ছিল না। এই হারের পর তিন ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়েই টেবিলের শেষ স্থানে রয়েছে কেকেআর, আর রানরেট নেমেছে -১.৪২৮ পয়েন্ট-এ। নাইটদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন দ্রুত আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং ব্যাটিং শক্তিশালী করা।

মুম্বই ম্যাচে ভরাডুবি কেকেআরের
IPL 2025: কেকেআর সমর্থকদের জন্য সুখবর, ইডেনে কমছে টিকিটের মূল্য!
মুম্বই ম্যাচে ভরাডুবি কেকেআরের
IPL 2025: রাম নবমীর জন্য দিন বদলালেও কলকাতা-লখনউ ম্যাচ হবে ইডেনেই!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in