
নববর্ষের আগে উপহার! ইডেন ম্যাচের টিকিটের দাম কমাল কেকেআর। নববর্ষের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সমর্থকদের জন্য বড়ো উপহার দিল কর্তৃপক্ষ। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচের টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত, আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ৩ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের টিকিটের দাম অত্যাধিক বেশি হওয়ায় সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কেকেআর কর্তৃপক্ষকে টিকিটের দাম কমানোর অনুরোধ জানায় এবং সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে কেকেআর নতুন মূল্য নির্ধারণ করে।
পরিবর্তনটি কার্যকর হবে ৮ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ থেকে। রামনবমীর কারণে লখনউ ম্যাচের সূচি পরিবর্তন করে ৮ এপ্রিল করা হয়েছে, যা ছিল ৬ এপ্রিল।
নতুন টিকিটের মূল্য তালিকা:
৯০০ টাকা
১২০০ টাকা (B1, C1, K1, L1, D1 Block)
১৫০০ টাকা (D, E, F, G, H, J Block)
১৮০০ টাকা (K, C Block)
৬০০০ টাকা (Club House Upper Tier)
৮০০০ টাকা (L Block Premium)
১০০০০ টাকা (Club House Lower Tier)
১২০০০ টাকা (B Block Premium)
আগের টিকিটের মূল্য তালিকা:
৯০০ টাকা (ন্যূনতম মূল্য)
২০০০ টাকা
৩৫০০ টাকা (F, G, H, J, B1, C1, K1, L1, D1 Block)
৫০০০ টাকা (B, C, K, L, D, E Block)
৬০০০ টাকা (Club House Upper Tier)
১০০০০ টাকা (L Block Premium & Club House Lower Tier)
১৫০০০ টাকা (B Block Premium)
৮ এপ্রিল থেকে টিকিটের দাম কমার ফলে সমর্থকরা তুলনামূলকভাবে কম খরচে ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচ উপভোগ করতে পারবেন। তবে আপাতত শুধু লখনউ ম্যাচের জন্য এই নতুন মূল্য নির্ধারিত হলেও, ভবিষ্যতে অন্যান্য ম্যাচের জন্যও এই দাম বহাল থাকবে কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন