

পিচ বিতর্কে জল ঢাললেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তিনি জানান, পিচ নিয়ে তাঁর কাছে কোনও অভিযোগই জানায়নি কলকাতা নাইট রাইডার্স।
গত কয়েকদিন ধরেই ইডেনের পিচ নিয়ে বিতর্ক হচ্ছিলো। কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে প্রথম ম্যাচে হারের পরে বলেছিলেন স্পিন সহায়ক উইকেট হলে ভালো হয়। তবে সুজন মুখোপাধ্যায় বিসিসিআইয়ের নিয়ম দেখিয়ে বলেন, বোর্ড বলে দিয়েছে আইপিএল ক্যাপ্টেনদের কথায় পিচের বদল আনা যাবে না।
এরপর হর্ষ ভোগলে, সাইমন ডুলের মত কমেন্টেটররা স্পষ্ট জানান, যখন ইডেনের পিচের সুবিধা কেকেআর পাবে না, তারা অন্য জায়গায় হোম ভেন্যু করুক। যদিও গত কয়েক বছরে ইডেনের পিচ সুজনের মুখোপাধ্যায়ের হাত ধরে এক অন্য জায়গায় গেছে। বৃষ্টি শেষ হলেই কিছুক্ষণের মধ্যেই এখন খেলা শুরু হয়। ইডেনের পিচও প্রশংসা কুড়িয়েছে সকলের।
সুজন মুখোপাধ্যায় জানান, হোম টিম আবেদন করতেই পারে। একটু বদল করাই যায়। কিন্তু পিচে তো টার্ন রয়েছে। আরসিবির ক্রুণাল পাণ্ডিয়া সেই সুবিধা পেয়েছেন। কে কী বলছে তাতে আমি কান দিই না। বাংলার ক্রিকেটের কথা মাথায় রেখে পিচ তৈরি করি। কেকেআরও অনুরোধ করলে শুনবো। তবে কেকেআর তো আমাকে এই বিষয়ে কিছু বলেনি। এত প্রশ্ন আসছে কেন তাহলে?
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন