IPL 2025: পিচ নিয়ে কোনও অনুরোধ করেনি কেকেআর! দাবি পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের

People's Reporter: গত কয়েকদিন ধরেই ইডেনের পিচ নিয়ে বিতর্ক হচ্ছিলো। কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে প্রথম ম্যাচে হারের পরে বলেছিলেন স্পিন সহায়ক উইকেট হলে ভালো হয়।
কুইন্টন ডি'কক
কুইন্টন ডি'ককছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

পিচ বিতর্কে জল ঢাললেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তিনি জানান, পিচ নিয়ে তাঁর কাছে কোনও অভিযোগই জানায়নি কলকাতা নাইট রাইডার্স।

গত কয়েকদিন ধরেই ইডেনের পিচ নিয়ে বিতর্ক হচ্ছিলো। কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে প্রথম ম্যাচে হারের পরে বলেছিলেন স্পিন সহায়ক উইকেট হলে ভালো হয়। তবে সুজন মুখোপাধ্যায় বিসিসিআইয়ের নিয়ম দেখিয়ে বলেন, বোর্ড বলে দিয়েছে আইপিএল ক্যাপ্টেনদের কথায় পিচের বদল আনা যাবে না।

এরপর হর্ষ ভোগলে, সাইমন ডুলের মত কমেন্টেটররা স্পষ্ট জানান, যখন ইডেনের পিচের সুবিধা কেকেআর পাবে না, তারা অন্য জায়গায় হোম ভেন্যু করুক। যদিও গত কয়েক বছরে ইডেনের পিচ সুজনের মুখোপাধ্যায়ের হাত ধরে এক অন্য জায়গায় গেছে। বৃষ্টি শেষ হলেই কিছুক্ষণের মধ্যেই এখন খেলা শুরু হয়। ইডেনের পিচও প্রশংসা কুড়িয়েছে সকলের।

সুজন মুখোপাধ্যায় জানান, হোম টিম আবেদন করতেই পারে। একটু বদল করাই যায়। কিন্তু পিচে তো টার্ন রয়েছে। আরসিবির ক্রুণাল পাণ্ডিয়া সেই সুবিধা পেয়েছেন। কে কী বলছে তাতে আমি কান দিই না। বাংলার ক্রিকেটের কথা মাথায় রেখে পিচ তৈরি করি। কেকেআরও অনুরোধ করলে শুনবো। তবে কেকেআর তো আমাকে এই বিষয়ে কিছু বলেনি। এত প্রশ্ন আসছে কেন তাহলে?

কুইন্টন ডি'কক
IPL 2025: ম্যাচ হেরেও চেন্নাইয়ের হয়ে রেকর্ড ধোনির! সুরেশ রায়নাকে টপকে গড়লেন এই নজির
কুইন্টন ডি'কক
Brazil: আর্জেন্টিনার কাছে হারতেই ছাঁটাই ব্রাজিলের কোচ! নতুন দায়িত্ব নেওয়ার তালিকায় কারা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in