IPL 2025: ম্যাচ হেরেও চেন্নাইয়ের হয়ে রেকর্ড ধোনির! সুরেশ রায়নাকে টপকে গড়লেন এই নজির

People's Reporter: এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সুরেশ রায়না। তিনি ১৭১ ইনিংসে ৪,৬৮৭ রান করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন ডু প্লেসিস। তিনি ৮৬ ইনিংসে করেছেন ২,৭২১ রান।
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনিছবি - চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজ
Published on

ম্যাচ হারলেও চেন্নাইয়ের মাঠে রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। সুরেশ রায়নাকে টপকে চেন্নাই সুপার কিংসের সর্বাধিক রানের মালিক হলেন তিনি। চেন্নাইয়ের হয়ে ধোনির বর্তমান রান ৪,৬৯৯।

শুক্রবার আরসিবির কাছে ৫০ রানে হারতে হয়েছে চেন্নাইকে। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ৩০ রান করেন মাহি। সাথে সাথেই রায়নার রেকর্ড ভাঙলেন তিনি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সুরেশ রায়না। তিনি ১৭১ ইনিংসে ৪,৬৮৭ রান করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন ডু প্লেসিস। তিনি ৮৬ ইনিংসে করেছেন ২,৭২১ রান। ৬৭ ইনিংসে ২,৪৩৩ রান করে চতুর্থ স্থানে রয়েছে রুতুরাজ গায়কোয়াড়। ১২৭ ইনিংসে ১,৯৩৯ রান নিয়ে পঞ্চম স্থানে রবীন্দ্র জাদেজা।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের হয়ে ২২টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। তবে ২০১৬ এবং ২০১৭ সালে চেন্নাই নির্বাসিত হওয়ায় রাইজিং পুণে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন ধোনি।

গতকাল রেকর্ড গড়লেও তাঁর ৯ নম্বরে ব্যাট করতে নামা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। একজন এক্স ব্যবহারকারী লেখেন, "১৯৭ রান তাড়া করতে নেমে যখন সিএসকে ১০০ রানের জন্য লড়াই করছে, তখন ৯ নম্বরে ধোনি ব্যাট করার কী মানে? সিএসকে-র কৌশলই দেখিয়ে দিল যে তারা হাল ছেড়ে দিয়েছে। এটা জিজ্ঞাসা করার সময় এসেছে—ধোনি কি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন যে তিনি উপরের অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন না?" অনেকে আবার ধোনির অবসরের পক্ষে সওয়াল করেছেন।

মহেন্দ্র সিং ধোনি
Brazil: আর্জেন্টিনার কাছে হারতেই ছাঁটাই ব্রাজিলের কোচ! নতুন দায়িত্ব নেওয়ার তালিকায় কারা?
মহেন্দ্র সিং ধোনি
IPL 2025: ১৭ বছর পর চেন্নাইয়ের ঘরের মাঠে ঐতিহাসিক জয় বেঙ্গালুরুর! পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in