Football: মুম্বইতে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ! কিংবদন্তিদের অধিনায়ক কারা জানেন?

People's Reporter: বার্সেলোনা লেজেন্ডসের নেতৃত্বে থাকবেন কিংবদন্তি ডিফেন্ডার কার্লেস পুয়োল, আর রিয়াল মাদ্রিদ লেজেন্ডসের অধিনায়ক হিসেবে থাকছেন লুই ফিগো।
Football: মুম্বইতে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ! কিংবদন্তিদের অধিনায়ক কারা জানেন?
ছবি - প্রতীকী
Published on

স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তিরা আবারও মুখোমুখি হতে চলেছেন ‘লেজেন্ডস ফেসঅফ’-এ। ৬ এপ্রিল, নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতীকী লড়াই। যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

বার্সেলোনা লেজেন্ডসের নেতৃত্বে থাকবেন কিংবদন্তি ডিফেন্ডার কার্লেস পুয়োল, আর রিয়াল মাদ্রিদ লেজেন্ডসের অধিনায়ক হিসেবে থাকছেন লুই ফিগো। পুয়োল বলেন, “ভারতে প্রথমবার খেলবো। যা নিয়ে বেশ উত্তেজিত আমি। এখানকার ভক্তদের আবেগ অসাধারণ এবং আমি তা সরাসরি উপভোগ করার জন্য অপেক্ষা করছি।”

বার্সেলোনার আরেক কিংবদন্তি জাভি হার্নান্দেজও ম্যাচটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বার্সা-রিয়াল ফুটবলের অন্যতম ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। এই ম্যাচের অংশ হতে পেরে আমি আনন্দিত। মুম্বই প্রস্তুত হোক এক অনন্য ফুটবল অভিজ্ঞতার জন্য”

অন্যদিকে, ফিগো মনে করেন, “ভারতে ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই প্রতিদ্বন্দ্বিতা ভক্তদের কাছে তুলে ধরতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। এটি একটি স্মরণীয় ম্যাচ হতে চলেছে।”

উল্লেখ্য, ইভেন্টটি আয়োজন করছে দ্য স্পোর্টস ফ্রন্ট, যারা বিশ্বমানের ক্রীড়ানুষ্ঠান পরিচালনা এবং ক্রীড়া প্রতিভা ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানটির সিইও ও সহ-প্রতিষ্ঠাতা জন জাইদি বলেন, “ভক্তদের অভূতপূর্ব আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে। এই কিংবদন্তি স্কোয়াড ঘোষণার পর উত্তেজনা আরও বেড়ে গেছে। আমরা ভারতীয় দর্শকদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বার্সেলোনা -

কার্লেস পুয়োল (অধিনায়ক), জেসুস অ্যাঙ্গয়, ভিটর বাইয়া, জোফ্রে মাতেউ, ফার্নান্দো নাভারো, রবার্তো ট্রাশোরস, জাভিয়ের স্যাভিওলা, ফিলিপ কোকু, ফ্রাঙ্ক ডি বোয়ের, জিওভানি সিলভা, রিভালদো, মার্ক ভ্যালিয়েন্ট হার্নান্দেজ, লুডোভিক গিউলি, রিকার্ডো কোয়ারেসমা, গাইজকা মেন্ডিয়েটা, সের্জি বারজুয়ান, জাভি, হোসে এডমিলসন গোমেস ডি মোরেস, প্যাট্রিক ক্লুইভার্ট।

রিয়াল মাদ্রিদ -

লুই ফিগো (অধিনায়ক ), পেড্রো কনটেরাস, কিকো ক্যাসিলা, ফ্রান্সিসকো পাভন, ফার্নান্দো সানজ, অগাস্টিন গার্সিয়া, পেড্রো মুনিটিস, রুবেন দে লা রেড, আন্তোনিও 'টোনি' দেল মোরাল সেগুরা, হোর্হে জোকো ওস্টিজ, ইভান পেরেজ, জেসুস এনরিক ভেলাসকো মুনোজ, হোসে লুইস ক্যাব্রেরা, জুয়ান জোসে ওলালা ফার্নান্দেজ, ডেভিড ব্যারাল টরেস, ক্রিশ্চিয়ান কারেম্বু, ফার্নান্দো মরিয়েন্টেস, পেপে, মাইকেল ওয়েন।

Football: মুম্বইতে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ! কিংবদন্তিদের অধিনায়ক কারা জানেন?
ISL 2024-25: 'আমরা মোহনবাগান' - আইএসএল সেমিতে নামার আগে জামশেদপুরকে হুঙ্কার বাগান কোচ মোলিনার
Football: মুম্বইতে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ! কিংবদন্তিদের অধিনায়ক কারা জানেন?
Virat kohli: বিগ ব্যাশ লিগে খেলবেন বিরাট কোহলি! সিডনি সিক্সার্সের পোস্ট ঘিরে শোরগোল সমাজমাধ্যমে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in