
লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এবারে তারা আইএসএল ট্রফি জিতে ইতিহাস তৈরি করার সামনে। এখনও কোনো দল লিগ শিল্ড আর আইএসএল ট্রফি একসঙ্গে জিততে পারেনি। সেই অসাধ্য সাধন করতে মরিয়া টিম সবুজ মেরুন ব্রিগেড।
প্রায় ১ মাসের লম্বা ছুটির পরে নামছে মোহনবাগান। আর সেমিফাইনালের দুটো পর্বে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে নামবে মোহনবাগান। প্রথম লিগের অ্যাওয়ে ম্যাচ বৃহস্পতিবার।
এদিন বাগান কোচ হোসে মোলিনা বলেন, "দল লম্বা ছুটির পরে নামছে। লিগ শিল্ড দল জিতেছে ভালো বিষয়। তবে কাপ জিতলে আনন্দ আমাদের দ্বিগুন হয়ে যাবে। আমাদের প্রমাণ করতে হবে যে আমরাই সেরা। আত্মতুষ্টির জায়গা নেই। ফাইনাল নিয়ে ভাবছি না এখনই।''
তিনি আরও বলেন, ''জামশেদপুর কঠিন ম্যাচ। খালিদ জামিল বড়ো কোচ। তবে আমরা তৈরি। আমরা কাপ জিততে চাই। ছেলেরা একশো শতাংশ উজাড় করে দেবে। আমরা সবসময় জেতার জন্যই খেলি। ড্রয়ের জন্য না। আশা করছি এবারও আমরা তাতে সফল হব। গোল সংখ্যা আরও বাড়াতে পারব। আমার দলের প্রতি বিশ্বাস আছে। আমার মনে হয়, আমাদের নিয়ে ওদের ভয় পাওয়া উচিত। আমরা মোহনবাগান।''
উল্লেখ্য, বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি। আগামীকাল দ্বিতীয় সেমির প্রথম লেগে মুখোমুখি হবে মোহনবাগান এবং জামশেদপুর এফসি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন