Virat kohli: বিগ ব্যাশ লিগে খেলবেন বিরাট কোহলি! সিডনি সিক্সার্সের পোস্ট ঘিরে শোরগোল সমাজমাধ্যমে

People's Reporter: ১ এপ্রিল সিডনি সিক্সার্স তাদের পোস্টে লেখে, "কিং কোহলি! বিরাট কোহলি আগামী দুই মরশুমের জন্য আনুষ্ঠানিকভাবে সিক্সার!"
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - বিরাট কোহলির ফেসবুক পেজ
Published on

সিডনি সিক্সার্স ১ এপ্রিল একটি বড় ঘোষণা করেছে। তাদের দাবি তারা বিগ ব্যাশ লিগের (BBL) পরবর্তী দুই মরশুমের জন্য বিরাট কোহলিকে চুক্তিবদ্ধ করেছে। তাহলে কি সত্যিই বিরাট কোহলি অস্ট্রেলিয়ার লিগে খেলবেন?

ভারতীয় খেলোয়াড়দের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী, তারা অবসর না নেওয়া পর্যন্ত বিদেশি লিগে খেলতে পারবেন না। তবে মঙ্গলবার সকালে সিক্সার্সের একটি ট্যুইট ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল।

সিক্সার্স তাদের পোস্টে লেখে, "কিং কোহলি! বিরাট কোহলি আগামী দুই মরশুমের জন্য আনুষ্ঠানিকভাবে সিক্সার!" কিন্তু পরে দলটি জানায় যে এটি ছিল একটি এপ্রিল ফুল দিবসের জন্য মজার পোস্ট।

ভক্তরা এই পোস্টের মজাদার দিকটি উপভোগ করেছেন এবং তিনবারের বিবিএল চ্যাম্পিয়ন সিক্সার্সের রসিকতার প্রশংসা করেছেন। তবে বাস্তবে যদি এমনটি ঘটত, তাহলে কোহলিকে স্টিভ স্মিথের সতীর্থ হিসেবে দেখা যেত, যিনি সাম্প্রতিক সময়ে সিক্সার্সের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

অন্যদিকে কোহলি এই মরশুমে আইপিএল ২০২৫-এ দুর্দান্ত শুরু করেছেন। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

আরসিবি তাদের অভিযান শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে জয়ের মাধ্যমে, যেখানে কোহলি অপরাজিত ৫৯ রান করে দলকে জয় এনে দেন।

তবে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কোহলি৩০ বলে ৩১ রান করেছিলেন। যা দলকে বড় লক্ষ্যমাত্রা গড়তে সাহায্য করেছিল। শেষ পর্যন্ত বেঙ্গালুরু চেন্নাইকে ৫০ রানে হারিয়ে চিপকে বিরল জয় অর্জন করে।

আরসিবি আগামী ২ এপ্রিল নিজেদের ঘরের মাঠে গুজরাট টাইটান্সের (GT) মুখোমুখি হবে। সেই ম্যাচেও কোহলির ব্যাট দিয়ে ঝোড়ো ইনিংস দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা।

বিরাট কোহলি
IPL 2025: 'রোহিত শর্মা বলেই এখনও দলে রয়েছেন' - টানা ৩ ম্যাচে ব্যর্থতার পরই কটাক্ষ প্রাক্তন তারকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in