

ভারতীয় ফুটবলের একটা যুগের অবসান। অবসর নিলেন গোলরক্ষক সুব্রত পাল। বাইচুং ভুটিয়া থেকে সুনীল ছেত্রী সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। বেশ কিছু বছর বয়সের কারণে ভারতীয় দলে সুযোগ আসছিলো না ভারতীয় ফুটবলের 'স্পাইডারম্যানে'র।
শুক্রবার ফেডারেশনের এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়, 'ধন্যবাদ স্পাইডারম্যান। ব্লু টাইগার্সের সুব্রত পাল আজ তাঁর গ্লাভসজোড়া তুলে রাখলেন'। সোদপুরের সুব্রত পাল ভারতের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে খেলেছেন। অনূর্ধ্ব-২৩ থেকে শুরু করে সিনিয়র দলেও তিনি ছাপ রেখেছিলেন। ২০০৭ সালে নেহেরু কাপ, ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ, ২০০৯ সালের নেহেরু কাপ, ২০১১ সালের এএফসি এশিয়ান কাপ, ২০১৪ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং ২০১৮ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ারে দেশের হয়ে খেলেছিলেন সুব্রত।
জাতীয় দলের হয়ে মোট ৬৭টি ম্যাচ খেলেছেন সুব্রত। আইলিগ, আইএসএলেও খেলেছেন সুব্রত পাল। ২০২১-২২ মরসুমে শেষ বার ইস্টবেঙ্গল থেকে সুব্রত পালকে লোনে নিয়েছিল এটিকে মোহনবাগান। তবে ক্লাব কেরিয়ারে মোহনবাগান থেকেই উত্থান হয় সুব্রত পালের। তারপর আর ফিরে তাকাতে হয়নি ভারতের 'স্পাইডারম্যান'কে।
উজ্জ্বল কেরিয়ারের মধ্যেও ২০০৫ সালটা হয়তো ভুলতে চাইলেও ভুলতে পারবেন না এই বাঙালি তারকা। সেই বছর গোয়ায় ফেডারেশন কাপ খেলার সময় মারা গিয়েছিলেন ডেম্পোর ব্রাজিলিয়ান ফুটবলার জুনিয়র। ওই ম্যাচে মোহনবাগানের কিপার সুব্রতর সঙ্গে বল দখলের সংঘর্ষে মাটিতে পড়ে মারা যান জুনিয়র।
অবসরের পরে সুব্রত কী করবেন তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে কমেন্ট্রির সঙ্গে সঙ্গে নিজের অ্যাকাডেমির দিকে বেশি নজর দিতে পারেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন