
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অজি তারকা স্টিভ স্মিথ। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
অজিদের একদিনের ক্রিকেটে স্মিথ যুগের অবসান। আচমকাই অবসর ঘোষণা করলেন তারকা ক্রিকেটার। তবে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন তিনি।
বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জারি করা এক বিবৃতিতে স্মিথ বলেন, "দারুণ এক যাত্রা ছিল আমার কাছে। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। দুটি বিশ্বকাপ জয় এবং অসাধারণ সতীর্থদের সঙ্গে খেলা আমার কেরিয়ারের অন্যতম বড় প্রাপ্তি।"
স্মিথের মতে, নতুন খেলোয়াড়দের সুযোগ করে দিতেই তাঁর এই সিদ্ধান্ত। তিনি বলেন, "২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করার এখনই সঠিক সময়। তরুণদের জন্য পথ তৈরি করা উচিত।"
১৭০টি ওয়ানডে খেলে ৪৩.২৮ গড়ে ৫,৮০০ রান করেছেন স্মিথ। যেখানে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরি। পাশাপাশি বল হাতেও নিয়েছেন ২৮টি উইকেট।
২০১৫ ও ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্মিথ। তাঁর নেতৃত্বে দল একাধিক ঐতিহাসিক সিরিজ জিতেছে।
ওয়ানডে থেকে বিদায় নিলেও টেস্ট ক্রিকেটে বাড়তি মনোযোগ দিতে চান স্মিথ। তিনি বলেন, "টেস্ট ক্রিকেটকে আমি এখনও সবার আগে রাখি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের জন্য আমি মুখিয়ে আছি।"
জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি স্মিথের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, "ওয়ানডে ক্রিকেটে স্মিথের অবদান অনন্য। দুই বিশ্বকাপ জিতে তিনি নিজেকে অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন