Sourav Ganguly: করোনা সংক্রমিত সৌরভ গাঙ্গুলী

ভারতের প্রাক্তন অধিনায়ক দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন। সোমবার রাতে সৌরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু'বারের পরীক্ষায় দু'বারই সৌরভের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী ফাইল ছবি সৌরভ গাঙ্গুলীর ইন্সটাগ্রাম-এর সৌজন্যে

করোনা আক্রান্ত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রাক্তন অধিনায়ক দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন। সোমবার রাতে সৌরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু'বারের পরীক্ষায় দু'বারই সৌরভের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে দাদা'র কোভিড রিপোর্ট পজিটিভ এলেও স্ত্রী ডোনা এবং মেয়ে সানার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

সোমবার সকালে অসুস্থতা অনুভব করায় টিভি রিয়েলিটি শো'য়ের শ্যুটিং বাতিল করেন সোমবার। গতকাল রাতেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে সৌরভকে ভর্তি করা হয়। আপাতত ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে হাসপাতালে তাঁর চিকিৎসা হাসপাতালে হবে না বাড়িতে এনে তাঁকে নিভৃতবাসে রাখা হবে সে বিষয়ে জানা যায়নি। তবে জানা গেছে সৌরভের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ঠিক কী কারণে সৌরভ করোনা আক্রান্ত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি মুম্বই গিয়েছিলেন তিনি। সেখানেই আক্রান্ত হয়েছেন কিনা তা অবশ্য জানা যায়নি। এর আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা, সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলি। সেপ্টেম্বরে সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায় কোভিড আক্রান্ত হয়েছিলেন।

এ বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছিলো তাঁর। এর কিছুদিন পর আবারও বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাঁকে। তবে দ্বিতীয় বারের চিকিৎসার পর দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। এরপর পুরোদমে কাজ শুরু করেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ড যাওয়ার পাশাপাশি, আইপিএল চলাকালীন দুবাইয়েও গিয়েছিলেন তিনি।

সৌরভ গাঙ্গুলী
বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in