

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই প্রেসিডেন্টকে ভর্তি করা হয়েছে উডল্যান্ডস হাসপাতালে। সকালে বাড়িতে জিম করার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করতে থাকেন। আর কিছু সময় পরেই ব্ল্যাক আউট হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ক্রিকেটের মহারাজাকে।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে সৌরভ আপাতত সুস্থ আছেন। উদ্বেগের কোনো কারণ নেই। তবে কেনো হঠাৎ করে এমন সমস্যার মুখে পড়তে হলো তা খতিয়ে দেখবে চিকিৎসকরা। ইতিমধ্যেই এসএসকেএমের বিখ্যাত কার্ডিওলজিস্ট সরোজ মন্ডল পৌঁছে গেছেন পরীক্ষা নিরীক্ষার জন্য।
উডল্যান্ডসে সৌরভের পরিবারের তরফ থেকে রয়েছেন স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং দাদা স্নেহাশিস গাঙ্গুলি। পরিবারের তরফে জানানো হয়েছে গত রাত থেকেই কিছুটা অস্বস্তিতে ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুক এবং পিঠে হালকা ব্যথা অনুভব করেছিলেন। আজ সকালে জিম করতে গিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন