অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের দাপট - শেষ আটে সিন্ধু, শ্রীকান্ত, প্রণয়রা

কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ আমেরিকান শাটলার বেইওয়েন ঝাং। কোয়ার্টার ফাইনালে প্রিয়াংশুর প্রতিপক্ষ কিদাম্বি শ্রীকান্ত।
পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুছবি - পি ভি সিন্ধুর ট্যুইটার
Published on

অস্ট্রেলিয়ান ওপেনের (সুপার ৫০০) শেষ আটে পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত, এইচ এস প্রণয়রা। পাশাপাশি কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন আরেক ভারতীয় শাটলার প্রিয়াংশু রাজাওয়াত।

ছন্দে ফিরছেন পিভি সিন্ধু। বৃহস্পতিবার ভারতীয় প্রতিপক্ষ আকর্ষি কাশ্যপকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন তিনি। স্ট্রেট সেটে কাশ্যপকে ২১-১৪ এবং ২১-১০ ব্যবধানে হারান তিনি। সময় নেন ৩৮ মিনিট। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ আমেরিকান শাটলার বেইওয়েন ঝাং।

অন্যদিকে, এইচ এস প্রণয় তাইয়ানের ওয়েই চি'কে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন। প্রথম গেমেই প্রতিপক্ষের কাছে ১৯-২১ ব্যবধানে হেরে গিয়েছিলেন। কিন্তু পরের দুই গেমে দুরন্ত কাম ব্যাক করেন তিনি। ২১-১৯ ও ২১-১৩ ব্যবধানে জিতে যান প্রণয়।

কিদাম্বি শ্রীকান্তও তাইওয়ানের প্রতিপক্ষ সু লি ইয়াংকে ২১-১০ এবং ২১-১৭-তে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন। এই নিয়ে মোট তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে পৌঁছলেন শ্রীকান্ত। আবার প্রিয়াংশু রাজাওয়াত সকলকে অবাক করে ক্রম তালিকায় উপরের দিকে থাকা ওয়াং জু ওয়েইয়েকে প্রথম গেমেই ২১-৮ ব্যবধানে হারান। পরের গেমে অবশ্য দুরন্ত ভাবে ফিরে আসেন ওয়াং জু। ১৩-২১ ব্যবধানে জেতেন তিনি। তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই চলে দুজনের মধ্যে। অবশেষে ২১-১৯ ব্যবধানে তৃতীয় গেম জিতে শেষ আটে যান প্রিয়াংশু। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ কিদাম্বি শ্রীকান্ত।

পি ভি সিন্ধু
Mohun Bagan: রোনাল্ডোকে চ্যালেঞ্জ দেওয়া ফুটবলারকে নিল মোহনবাগান!
পি ভি সিন্ধু
ISL: দ্বাদশ দল হিসেবে আইএসএলে এলো গতবারের আই লিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in