ISL: দ্বাদশ দল হিসেবে আইএসএলে এলো গতবারের আই লিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসি

পাঞ্জাব এফসি যোগ দেওয়ায় এবার আইএসএলের মোট দলের সংখ্যা দাঁড়াল ১২। অর্থাৎ প্রতি দলকে এখন থেকে লিগ পর্বে ২২টি করে ম্যাচ খেলতে হবে।
১২টি ক্লাব
১২টি ক্লাবছবি - আইএসএলের ফেসবুক পেজ

ISL-এ যোগ দিচ্ছে আরও একটি ক্লাব, পাঞ্জাব এফসি। আসন্ন ২০২৩-২৪ মরশুম থেকেই এই নতুন ক্লাব অংশগ্রহণ করবে আইএসএলে।

এই প্রথম কোনও ক্লাব গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার ফলে প্রোমোশন পেয়ে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করল। পাঞ্জাব এফসি যোগ দেওয়ায় এবার আইএসএলের মোট দলের সংখ্যা দাঁড়াল ১২। অর্থাৎ প্রতি দলকে এখন থেকে লিগ পর্বে ২২টি করে ম্যাচ খেলতে হবে।

আইএসএলের এক আধিকারিক বলেন, “ইন্ডিয়ান সুপার লিগ পরিবারে পাঞ্জাব এফসি-কে স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি। পাঞ্জাব এফসি এই লিগে যোগ দেওয়ায় ভারতে ফুটবলের বিস্তৃতি ও জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। এবার থেকে পাঞ্জাবের ফুটবলপ্রেমীদের মাধ্যমে লিগে আরও প্রতিভার সঞ্চার হবে। এবার আইএসএলের দশম বর্ষ। এই মরশুমেও ভারতীয় ফুটবলকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে লিগে এক শক্তিশালী ও পরিপূর্ণ ইকোসিস্টেম বজায় রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।

এবছর মার্চে রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে প্রথমবার আই লিগ খেতাব জয়ী হয় পাঞ্জাব এফসি। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট অর্জন করে লিগের এক নম্বরে থেকে শেষ করে তারা। গত বছর অগাস্টে তারা গ্রিস থেকে নিয়ে আসে কোচ স্টাইকোস ভারগেটিসকে। তাঁর প্রশিক্ষণেই আই লিগ জেতে পাঞ্জাব এফসি। গত মরশুমে তারা পাঞ্জাব সুপার লিগেও চ্যাম্পিয়ন হয়।

১২টি ক্লাব
IND VS WI: 'বিলাসিতা চাই না কিন্তু...' - ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের ভূমিকায় হতাশ হার্দিক পাণ্ডিয়া
১২টি ক্লাব
Mohun Bagan: হুয়ানের সহকারি হিসেবে এই প্রাক্তন ফুটবলারকে আনতে চলেছে মোহনবাগান

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in