Mohun Bagan: রোনাল্ডোকে চ্যালেঞ্জ দেওয়া ফুটবলারকে নিল মোহনবাগান!

স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে সই করিয়ে নিল মোহনবাগান। লা লিগার প্রথম এবং দ্বিতীয় ডিভিশন মিলিয়ে ২২৫-র বেশি ম্যাচ খেলেছেন তিনি।
হেক্টর ইউস্তে
হেক্টর ইউস্তেছবি - মোহনবাগানের ফেসবুক পেজ

দল গঠনে ফের চমক দিলে মোহনবাগান সুপার জায়ান্ট। এবারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলা স্প্যানিশ ডিফেন্ডারকে সই করালো মোহনবাগান।

স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে সই করিয়ে নিল মোহনবাগান। লা লিগার প্রথম এবং দ্বিতীয় ডিভিশন মিলিয়ে ২২৫-র বেশি ম্যাচ খেলেছেন তিনি। ইউরোপা লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধেও খেলেছেন তিনি। স্পেনের বিখ্যাত তিনটি ক্লাব কার্ডিজ, মায়োরাকা এবং গ্রানাডার হয়ে খেলেছেন ইউস্তে। মূলত কার্ল ম্যাকহিউর জায়গায় খেলানো হতে পারে তাঁকে।

মোহনবাগানে সই করার পর হেক্টর বলেছেন, "মোহনবাগান ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব। গতবারের ভারতের চ্যাম্পিয়ন ক্লাবও। আমি খোঁজ নিয়ে দেখেছি। এই ক্লাবের জনপ্রিয়তা ও সদস্য-সমর্থকদের আবেগ দেশের মধ্যে সেরা। স্পেনের অনেক ফুটবলার ও কোচ এখন ভারতে খেলে সুনাম অর্জন করেছে। সাফল্যও পচ্ছে। সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামব এবং ভারতের সেরা দলে খেলব এটা ভেবে রোমাঞ্চিত হচ্ছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ক্লাব যাতে আরও সফলতা পায় সেটার জন্য একশো ভাগ দেব"।

বৃহস্পতিবার ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে এপার ও ওপার বাংলার দুই দলের দ্বৈরথের মাধ্যমে ভারতীয় ক্লাব ফুটবলের নতুন মরশুম শুরু হতে চলেছে। গতবারের আইএসএল নক আউট চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ঘরের মাঠে মুখোমুখি হবে বাংলাদেশে সেনাবাহিনী দলের। তবে মরশুমের প্রথম টুর্নামেন্টেই তারা সম্ভবত পূর্ণশক্তির দল নামাতে পারছে না।

বুধবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, চলতি কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে তাদের যে দল খেলছে এবং দলের যে সিনিয়র সদস্যরা অনেক দিন আগে থেকে অনুশীলন শুরু করেছেন, সম্ভবত তাঁদের নিয়েই ডুরান্ড কাপের দল গড়া হবে।

যে চ্যালেঞ্জের কথা ভেবে এই মরশুমে শক্তিশালী দল গড়েছে মোহনবাগান এসজি, সেই এএফসি কাপের প্রথম ম্যাচ চলতি মাসের ১৬ তারিখে। কলকাতায় ওই ম্যাচ জিতলে ২২ অগাস্ট আরও একটি ম্যাচ খেলতে হবে তাদের। দলের হেড কোচ হুয়ান ফেরান্দোর ফোকাস এখন এই দুই ম্যাচেই। তাই ডুরান্ডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ বাস্তব রায়কে।

হেক্টর ইউস্তে
রঞ্জি জয় অধরাই থেকে গেল, আচমকাই ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর মনোজ তিওয়ারির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in