KKR: কলকাতাকে চ্যাম্পিয়ন করেও মেলেনি যোগ্য সম্মান! আইপিএল-র আগেই বিস্ফোরক শ্রেয়স আইয়ার

People's Reporter: শ্রেয়স বলেন, আমার লক্ষ্য ছিল আইপিএল খেলে দলকে চ্যাম্পিয়ন করা। আমি সেটাই করেছি। হতাশ আমি নই।
শ্রেয়স আইয়ার
শ্রেয়স আইয়ারছবি - সংগৃহীত
Published on

কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেও যোগ্য সম্মান পাননি শ্রেয়স আইয়ার! এমনটাই দাবি করলেন ভারতের তারকা ক্রিকেটার।

২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা। সেই দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু চ্যাম্পিয়ন অধিনায়ককে যেভাবে সম্মান জানানো দরকার তা জানায়নি নাইট কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ আইয়ারের। কেকেআর কর্তৃপক্ষের ভূমিকায় কার্যত হতাশ শ্রেয়স।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে শ্রেয়স বলেন, "আমার লক্ষ্য ছিল আইপিএল খেলে দলকে চ্যাম্পিয়ন করা। আমি সেটাই করেছি। হতাশ আমি নই। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি আইপিএল জয়ের পর আমার যে স্বীকৃতি পাওয়ার কথা ছিল বা সম্মান পাওয়ার কথা ছিল তা আমরা পাইনি। আমি আমার ১০০ শতাংশ দিয়েছিলাম"।

২০২৩ সালে চোটের কারণে কলকাতার হয়ে আইপিএল খেলতে পারেননি শ্রেয়স। সেই সময় দলের অধিনায়ক ছিলেন নীতিশ রানা। ২০২৪ মরসুমে চোট সারিয়ে নাইট শিবিরের অধিনায়ক হন আইয়ার। দলকে চ্যাম্পিয়ন করলেও ২০২৫ আইপিএল-র মেগা নিলামে তাঁকে ফেরায়নি কেকেআর। তারকা ক্রিকেটারকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নেয় পাঞ্জাব কিংস।

উল্লেখ্য, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফর্ম করেন শ্রেয়স আইয়ার। পাঁচটি ম্যাচে ৩০ বছর বয়সী এই খেলোয়াড় ২৪৩ রান করেছেন। যার মধ্যে তাঁর সর্বোচ্চ রান ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ এ ম্যাচে, ৭৯। এমনকি কিউইদের বিপক্ষে ফাইনালে, শুবমন গিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর ভারতীয় দলের হাল ধরেন শ্রেয়স। ৪৮ রান করেছিলেন তিনি।

শ্রেয়স আইয়ার
স্টেডিয়ামে বা টিভিতে দেখানো যাবে না তামাকজত পণ্যের বিজ্ঞাপন! IPL-র আগে নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের
শ্রেয়স আইয়ার
এককথায় কোচ ওকে অপমান করেছে - জাতীয় দলে সুনীলের প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক প্রসূন ব্যানার্জি
শ্রেয়স আইয়ার
IPL 2025: 'সবার আগে দেশ' - ক্ষমা চেয়ে আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের এই বিধ্বংসী ক্রিকেটার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in