স্টেডিয়ামে বা টিভিতে দেখানো যাবে না তামাকজত পণ্যের বিজ্ঞাপন! IPL-র আগে নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের

People's Reporter: ১৮তম আইপিএল শুরু হবে ২০২৫-র ২২ মার্চ থেকে। যে ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
স্টেডিয়ামে বা টিভিতে দেখানো যাবে না তামাকজত পণ্যের বিজ্ঞাপন! IPL-র আগে নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের
ছবি - সংগৃহীত
Published on

ভারতের স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন এবং টেলিভিশন সম্প্রচারে সমস্ত ধরণের তামাক ও অ্যালকোহলের বিজ্ঞাপন নিষিদ্ধ করার অনুরোধ জানানো হয়েছে।

৫ মার্চ স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল এক চিঠিতে আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল এবং বিসিসিআই-কে অনুরোধ করেছেন, সমস্ত অনুমোদিত ইভেন্ট এবং ক্রীড়া ভেন্যুতে তামাকজাত পণ্য ও অ্যালকোহল যেন বিক্রি না হয়।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, আইপিএল ভারতের বৃহত্তম ক্রীড়া প্ল্যাটফর্ম হওয়ায় জনস্বাস্থ্যের প্রচার এবং সরকারের স্বাস্থ্য উদ্যোগগুলিকে সমর্থন করার নৈতিক দায়িত্ব রয়েছে। তাঁর মতে ক্রিকেটাররা তরুণদের রোল মডেল। ফলে তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন চললে তা স্বাস্থ্যের জন্য ভালো হবে না। শুধু তাই নয়, চিঠিতে খেলোয়াড়, ধারাভাষ্যকার এবং অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বদের, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অ্যালকোহল বা তামাকজাত পণ্যের প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

গোয়েল ভারতে ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সংকটের প্রসঙ্গ উল্লেখ করে জানান, বার্ষিক মৃত্যুর ৭০% এরও বেশি হয় হৃদরোগ, ক্যান্সার, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো রোগ (এনসিডি)-র জন্য। ভারত বিশ্বব্যাপী তামাকজনিত মৃত্যুর ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে প্রতি বছর প্রায় ১৪ লক্ষ মানুষ প্রাণ হারান।

উল্লেখ্য, ১৮তম আইপিএল শুরু হবে ২০২৫-র ২২ মার্চ থেকে। যে ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ম্যাচটি। ১৩টি ভেন্যুতে মোট ৭৪টি ম্যাচ হবে।

স্টেডিয়ামে বা টিভিতে দেখানো যাবে না তামাকজত পণ্যের বিজ্ঞাপন! IPL-র আগে নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের
IPL 2025: পুলিশি নিরাপত্তার অভাব! রামনবমীর জন্য ইডেনে অনিশ্চিত KKR বনাম লখনউ ম্যাচ!
স্টেডিয়ামে বা টিভিতে দেখানো যাবে না তামাকজত পণ্যের বিজ্ঞাপন! IPL-র আগে নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের
Champions Trophy 25: পুরষ্কারের মঞ্চে কেন নেই আয়োজক বোর্ডের কেউ? প্রশ্ন প্রাক্তন পাক তারকার
স্টেডিয়ামে বা টিভিতে দেখানো যাবে না তামাকজত পণ্যের বিজ্ঞাপন! IPL-র আগে নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের
Champions Trophy 25: 'কোথাও যাচ্ছি না' - দেশকে শিরোপা জিতিয়ে অবসরের জল্পনা ওড়ালেন রোহিত শর্মা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in