এককথায় কোচ ওকে অপমান করেছে - জাতীয় দলে সুনীলের প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক প্রসূন ব্যানার্জি

People's Reporter: প্রসূন ব্যানার্জি বলেন, 'সুনীলের বয়স ৪০ ও ভারতকে সবকিছু দিয়েছে। সবকিছু অর্জন করেছে। এই অবস্থায় ওকে অবসর থেকে ফেরার কথা বলা মানে ওকে অপমানিত করা।'
প্রসূন ব্যানার্জি
প্রসূন ব্যানার্জিছবি - প্রসূন ব্যানার্জির ফেসবুক পেজ
Published on
Summary

অবসর ভেঙে ফের ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রী

এই অবস্থায় ওকে অবসর থেকে ফেরার কথা বলা মানে ওকে অপমানিত করা - মত প্রসূন ব্যানার্জির

জাতীয় দলকে শক্তিশালী করার জন্য প্রত্যাবর্তনের বিষয়ে ওর সাথে আলোচনা করেছি এবং ও রাজি হয়েছে - ভারতের কোচ ম্যানুয়াল মার্কেজ

অবসর ভেঙে ফের ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রী। ১৯ মার্চ ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপ এবং ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন সুনীল। এরপরই ভারতীয় ফুটবলে কোনো যোগ্য ফুটবলার না ওঠা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সুনীলের ফেরা নিয়ে কোচকে কটাক্ষ করেছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রসূন ব্যানার্জিও।

প্রসূন ব্যানার্জি মোহনবাগান ক্লাবে শিল্ড জয়ের উদযাপনে এসে বলেন, 'সুনীলের বয়স ৪০। ও ভারতকে সবকিছু দিয়েছে। সবকিছু অর্জন করেছে। এই অবস্থায় ওকে অবসর থেকে ফেরার কথা বলা মানে ওকে অপমানিত করা। সুনীলকে ফেরানো নিয়ে আমি কোচের পদক্ষেপের প্রতিবাদ করছি। কোচ এটা করলেন কীভাবে? তার মানে প্রমাণ হলো তিনি বাজে কোচ, আপনি কোনও প্লেয়ারকে খুঁজে পেলেন না। ভারতে কত জায়গায় ফুটবল হচ্ছে। ৪০ বছর বয়সি প্লেয়ারকে ডেকে আনার অর্থ হচ্ছে কোচকে তাড়িয়ে দেওয়ার সময় এসে গেছে।'

এই বিতর্ক নিয়ে যদিও আগেই মুখ খুলেছেন ভারতীয় দলের কোচ ম্যানুয়াল মার্কেজ। তিনি বলেন, "আসন্ন ম্যাচগুলোতে আমাদের জিততে হবে এবং গোল করতে হবে, সে ওপেন প্লে-তেই হোক বা সেট পিসে। আমার প্রশিক্ষণে ভারতীয় দল যে চারটে ম্যাচ খেলেছে, তাতে আমরা দু’টি গোল করেছি। আরও গোল করতে হবে আমাদের। আইএসএলে সুনীলই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা"।

তিনি আরও জানিয়েছিলেন, "এশিয়ান কাপের যোগ্যতা অর্জন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের গুরুত্ব এবং সামনের ম্যাচগুলোর কথা বিবেচনা করে, আমি সুনীল ছেত্রীর সাথে জাতীয় দলকে শক্তিশালী করার জন্য প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করেছি। সে রাজি হয়েছে, এবং তাই আমরা তাকে দলে অন্তর্ভুক্ত করেছি।"

প্রসূন ব্যানার্জি
'পাকিস্তানে খেললেও ভারতই চ্যাম্পিয়ন হত' - দুবাইয়ের 'অ্যাডভান্টেজ' তত্ত্ব খারিজ করে দাবি আক্রমের
প্রসূন ব্যানার্জি
IPL 2025: 'সবার আগে দেশ' - ক্ষমা চেয়ে আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের এই বিধ্বংসী ক্রিকেটার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in