
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরেও বিতর্ক থামছে না। বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটাররা রোহিতদের বিরুদ্ধে 'বাড়তি সুবিধা' পাওয়ার অভিযোগ করেছেন। যদিও সমস্ত অভিযোগ খারিজ করে রোহিতদের পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দুবাইতে খেলা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে গেছে পাকিস্তান। এমনকি একটিও ম্যাচ না জেতা ইংল্যান্ডও নাম না করে ভারতের সমালোচনা করে। এবার ভারতের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের উইকেট নিলেন ওয়াসিম আক্রম। তিনি বলেন, 'ভারতের এই দল বিশ্বের যেকোনও জায়গায় চ্যাম্পিয়ন হত'।
তিনি আরও বলেন, "হ্যাঁ, ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাইতে খেলবে বলে সিদ্ধান্ত নেওয়ার পর অনেক আলোচনা হয়েছিল। কিন্তু যদি তারা পাকিস্তানে খেলত, তাহলেও তারা জিতত।"
আক্রম জানান, "ভারত শুধু ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও অপরাজিত থেকে জিতেছে। তাই তাদের সাফল্য ভেন্যুর ওপর নির্ভরশীল নয়, বরং দলের গভীরতা এবং নেতৃত্বের দৃঢ়তার পরিচয় দেয়।"
পাশাপাশি আক্রম বলেন, "ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হার এবং অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাসকর ট্রফি হারের পরেও ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই দলের অধিনায়ক ও কোচের পাশে দাঁড়িয়েছে। বিসিসিআই স্পষ্ট করে জানিয়েছে, 'এটাই আমাদের অধিনায়ক, এটাই আমাদের কোচ'। আর দেখুন তারা চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন