IPL 2025: 'সবার আগে দেশ' - ক্ষমা চেয়ে আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের এই বিধ্বংসী ক্রিকেটার!

People's Reporter: দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল হ্যারি ব্রুকের। তবে তিনি ২০২৫ আইপিএল খেলবেন না।
হ্যারি ব্রুক
হ্যারি ব্রুকছবি - সংগৃহীত
Published on

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক। জানা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে চেয়ে তিনি আইপিএল খেলবেন না। যাতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আরও মনোযোগী হতে পারেন। টানা দ্বিতীয়বারের মতো তিনি আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন।

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল হ্যারি ব্রুকের। তবে তিনি ২০২৫ আইপিএল খেলবেন না। সোশ্যাল মিডিয়ায় নিজেই না খেলার কথা জানিয়েছেন। ব্রুক জানান, ইংল্যান্ডের আসন্ন ব্যস্ত ক্রিকেট সূচির কথা মাথায় রেখে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রাখতে চান।

নিজের এক্স মাধ্যমে ব্রুক লেখেন, "আমি আসন্ন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। আমি ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি আমার দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে আসছি। আর দেশের জার্সিতে খেলতে পেরে আমি কৃতজ্ঞ"।

তিনি আরও লেখেন, "ইংল্যান্ড ক্রিকেটের জন্য এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ সময়। আমি আসন্ন সিরিজে প্রস্তুতির জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই। আমি জানি সবাই বুঝতে পারবে না। তবে আমি তাদের কাছ থেকে কিছু আশাও করি না। আমার কাছে সবার আগে দেশ। আমাকে যে সুযোগগুলি দেওয়া হয়েছে এবং যে সমর্থন পেয়েছি তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই"।

ইংল্যান্ডের আসন্ন ক্রিকেট সূচির মধ্যে রয়েছে মে মাসের শেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ এবং জুনের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ। এরপর তারা ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে।

ব্রুকের সরে দাঁড়ানোর ফলে দিল্লি ক্যাপিটালসকে তাঁর বদলি হিসেবে নতুন একজন খেলোয়াড় খুঁজতে হবে। আগের বছরও ব্যক্তিগত কারণে তিনি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন।

হ্যারি ব্রুক
FIFA: ফুটবল বিশ্বকাপের ১০০ বছর! ২০৩০-এ অংশ নিতে পারে ৬৪ দেশ
হ্যারি ব্রুক
IPL 2025: পুলিশি নিরাপত্তার অভাব! রামনবমীর জন্য ইডেনে অনিশ্চিত KKR বনাম লখনউ ম্যাচ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in