
আগামী ১৫ অক্টোবর চলতি মরসুমের রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে বাংলা দল। প্রথম ম্যাচে ইডেনে উত্তরাখণ্ডের মুখোমুখি হবে টিম বেঙ্গল। বাংলার গ্রুপে উত্তরাখন্ড ছাড়াও আছে গুজরাত, ত্রিপুরার মত দল।
দীর্ঘ ৩ দশকের উপর বাংলায় নেই রঞ্জি ট্রফি। তবে এবারে সেই খরা কাটাতে মরিয়া বঙ্গ ব্রিগেড। বাংলার অনুশীলনে এসে দলের সঙ্গে কথা বলেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেন, "ইতিবাচকভাবে, ভালো মানসিকতা নিয়ে মরসুম শুরু করা গুরুত্বপূর্ণ। আমি খেলোয়াড়দের ম্যাচের জন্য শুভ কামনা জানাই এবং আমি নিশ্চিত যে তাঁরা মাঠে তাঁদের সেরাটা উজাড় করে দেবেন।"
মহম্মদ শামি আর আকাশদীপকেও পাবে বাংলা। দিদির ক্যানসার থাকা সত্ত্বেও বাংলার হয়ে খেলবেন বলে টানা ৯ ঘন্টা গাড়ি চালিয়ে কলকাতায় এলেন আকাশ। তিনি বলেন, "ঘরোয়া ক্রিকেটে বাংলার অন্যতম সেরা বোলিং লাইন-আপ রয়েছে। আমরা ইতিবাচকভাবে মরসুম শুরু করতে আত্মবিশ্বাসী এবং বাংলার জন্য গৌরব অর্জন করতে আমরা আমাদের সেরাটা দেব। আমি মহম্মদ শামির সঙ্গে বোলিং করার এবং তাঁর থেকে শেখার অপেক্ষায় আছি।"
তিনি আরও বলেন, 'রঞ্জি ট্রফিকেই এখন গুরুত্ব দিচ্ছি। বাংলাকে চ্যাম্পিয়ন করতে হবে। দুবার খুব কাছ থেকে ট্রফি হাতছাড়া হয়েছে। এবার সেটা চাই না। ম্যাচের আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাই না। যা দল আছে আমাদের চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই।'