
আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ১৩৪ তম ডুরান্ড কাপ (Durand Cup)। ফাইনাল ম্যাচ হবে ২৩ আগস্ট। উদ্বোধন হবে কলকাতার যুবভারতীতে। থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
কলকাতার ফোর্ট উইলিয়ামে এই নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, যিনি ডুরান্ড কাপ আয়োজক কমিটির চেয়ারম্যানও। ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি, ইয়ুথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস রাজেশ কুমার সিনহা ও ভাইস চেয়ারম্যান (ডুরান্ড কাপ আয়োজক কমিটি) মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে।
লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা বলেন, “এশিয়ার প্রাচীনতম এই টুর্নামেন্ট প্রথমবারের মতো ছড়িয়ে দেওয়া হয়েছে দেশের ৬টি ভেন্যুতে। যা দেশজুড়ে ফুটবল প্রসারের অংশ। এর পাশাপাশি এবার টুর্নামেন্টের পুরস্কারমূল্যও বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে, তিন কোটি টাকা”। উল্লেখ্য, আগে এই মূল্য ছিল ১.২ কোটি।
কলকাতার তিন প্রধান ছাড়াও এবারের ডুরান্ডে খেলবে ডায়মন্ডহারবার এফসি। মোট ২৪টি দল অংশ নেবে টুর্নামেন্টে। আইএসএলের ৬টি ক্লাব, আই লিগের ৬টি ক্লাব ছাড়াও সেনার ৩টি টিম খেলবে। মালয়েশিয়া আর নেপাল থেকেও একটি করে টিম অংশ নেবে।
তবে ডুরান্ড কাপের টিকিট নিয়ে বাংলার ৩ প্রধানের ক্ষোভ প্রতিবার থাকে। যুবভারতীতে আসন সংখ্যা ৬৮ হাজার ও কিশোরভারতীতে ১২ হাজার। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস টিকিট বন্টন নিয়ে বলেন, যুবভারতীতে তিন প্রধান ও ডায়মন্ড হারবারকে প্রত্যেক ম্যাচে সাধারণ গ্যালারির জন্য ৫ হাজার করে কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে ২০০ ভিআইপি কমপ্লিমেন্টারি টিকিট। ভিভিআইপি বক্সের জন্যও নির্দিষ্ট পরিমাণ টিকিট বরাদ্দ রেখেছে ডুরান্ড কমিটি ও ক্রীড়া দফতর। ডার্বির ক্ষেত্রেও সংখ্যাটা প্রায় এক। ভিআইপি টিকিটের ক্ষেত্রে তখন ১৫০ করে কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন