Real Madrid: কাঁধে অস্ত্রোপচার, লা লিগার শুরুতেই তারকা মিডফিল্ডারকে পাবে না রিয়াল মাদ্রিদ!

People's Reporter: ২০২৩ সালের নভেম্বর মাসে লা লিগার একটি ম্যাচ চলাকালীন বেলিংহাম তাঁর বাম কাঁধে চোট পান।
কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে বেলিংহাম
কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে বেলিংহামছবি - রিয়াল মাদ্রিদের ফেসবুক পেজ
Published on

লা লিগার শুরুতেই পাওয়া যাবে না রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহামকে। কাঁধের চোটের জন্য অস্ত্রোপচার হয়েছে তাঁর। কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বর্তমানে বেলিংহামের রিহ্যাব চলছে।

২০২৩ সালের নভেম্বর মাসে লা লিগার একটি ম্যাচ চলাকালীন বেলিংহাম তাঁর বাম কাঁধে চোট পান। তারপর থেকেই সমস্যায় ভুগছিলেন তিনি। তবে ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার আগে তিনি অস্ত্রোপচার করাতে চাননি, কারণ তিনি মাদ্রিদের হয়ে সেই প্রতিযোগিতায় অংশ নিতে চেয়েছিলেন। টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে পিএসজির কাছে পরাজিত হয়।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, "জুড বেলিংহামের বাম কাঁধের বারবার স্থানচ্যুতি দূর করার জন্য সফল অস্ত্রোপচার করা হয়েছে। রিয়াল মাদ্রিদ মেডিকেল সার্ভিসের তত্ত্বাবধানে ডাক্তার ম্যানুয়েল লেইস এবং অ্যান্ড্রু ওয়ালেস অস্ত্রোপচার সম্পন্ন করেন। প্রশিক্ষণে ফিরে আসার আগে বেলিংহাম এখন পুনর্বাসনের সময়কাল পার করবেন।"

লা লিগার নতুন কোচ জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদ আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে তাদের মরসুম শুরু করবে। তবে বেলিংহাম সেই ম্যাচসহ আগামী চ্যাম্পিয়ন্স লিগের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ (সার্বিয়া ও অ্যান্ডোরার বিপক্ষে) মিস করবেন বলেই মনে করা হচ্ছে।

২০২৩ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেলিংহাম। ১১৪ মিলিয়ন ডলার ট্রান্সফারে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। দলের হয়ে অসাধারণ পারফর্মও করেছেন তিনি। ১০০টি ম্যাচে ৩৮টি গোল ও ২৭টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। মাত্র চারটি ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি।

চোট থেকে সেরে উঠতে বেলিংহামকে ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে। ফলে ২৯ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচ মিস করবেন তিনি। তবে অক্টোবরের শেষে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে।

কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে বেলিংহাম
ENG vs IND Test: বুমরাহ খেললে বেশিরভাগ টেস্ট ম্যাচ হারে ভারত! কটাক্ষ প্রাক্তন ক্রিকেটারের
কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে বেলিংহাম
Japan Open 2025: লাগাতার ব্যর্থতা, লক্ষ্য সেনের পর টুর্নামেন্ট থেকে বিদায় সাত্ত্বিক-চিরাগ জুটির!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in