
জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) খেললে ভারত বেশিরভাগ টেস্ট ম্যাচ হারে। ভারতীয় পেসারের পরিসংখ্যান নিয়ে কটাক্ষ করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড। তবে বুমরাহ-র প্রশংসাও করেছেন তিনি।
চলতি ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজে বুমরাহ প্রথম এবং তৃতীয় টেস্ট খেলেছেন। সেই দুটি টেস্টেই হেরেছে ভারত। দ্বিতীয় টেস্টে তাঁর অনুপস্থিতিতে আকাশদীপ এবং সিরাজ ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ-কে ধ্বংস করে দিয়েছিলেন।
চতুর্থ টেস্টে বুমরাহ খেলবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে দল পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে বুমরাহকে খেলানো হতে পারে।
সফর শুরুর আগেই প্রধান কোচ গৌতম গম্ভীর ইঙ্গিত দিয়েছিলেন যে, সিরিজে পাঁচ ম্যাচের মধ্যে অন্তত দুটিতে বুমরাহকে খেলানো হবে না। এখনও পর্যন্ত তিনি তিন ম্যাচের মধ্যে দুটিতে মাঠে নেমেছেন - হেডিংলি ও লর্ডসে।
তবে স্কাই স্পোর্টস সূত্রে খবর, ভারতীয় দল সিরিজে সমতা ফেরানোর জন্য মরিয়া। তাই বুমরাহকে ওল্ড ট্র্যাফোর্ডে খেলানোর সম্ভাবনা প্রবল। ফর্ম ও পরিস্থিতির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগের দিন।
এবিষয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড বলেন, “গৌতম গম্ভীর বলেছেন বুমরাহ তিনটি টেস্ট খেলবেন। এখনও দুটি বাকি। যদি তারা সিরিজে ২-২ সমতায় ফেরে, তাহলে নিশ্চিত ভাবেই তিনি ওভালেও খেলবেন। কিন্তু যদি ইংল্যান্ড ৩-১ এগিয়ে যায়, তখন তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।”
লয়েড কিছুটা কটাক্ষের সুরে আরও বলেন, “বুমরাহ খেললে ভারত বেশিবার হারছে, যদিও তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার। তাঁর অ্যাকশন অদ্ভূত হলেও কার্যকর। তিনি একজন অসাধারণ প্রতিভা।”
উল্লেখ্য, ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর বুমরাহ ভারতের হয়ে ৪৭টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ২০টি জয় এবং ২৩টি হেরেছেন। এই পরিসংখ্যানই নানা প্রশ্নের জন্ম দিয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন