
লর্ডসে ভারতের নাটকীয় হারের পর রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ব্যাটিং কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অনিল কুম্বলের মতো প্রাক্তন তারকারা। যদিও ভারতের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা তারকা পূজারা জাদেজার পাশেই দাঁড়ালেন।
১৮১ বল খেলে ৬১ রানে অপরাজিত থাকলেও, জাদেজা শেষ পর্যন্ত ভারতের জয় নিশ্চিত করতে পারেননি। ভারতীয় দলের বাকি ব্যাটসম্যানদের দ্রুত উইকেট পড়ে যাওয়ার কারণে ইংল্যান্ড ২২ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় এবং সিরিজে ২-১ এগিয়ে যায়।
সুনীল গাভাসকর, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন এবং সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তিরা মনে করেন, জাদেজা শোয়েব বশিরের মতো তুলনামূলক দুর্বল স্পিনারের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হতে পারতেন।
তবে ব্যতিক্রম চেতেশ্বর পূজারা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই পিচে দ্রুত রান করা সম্ভব ছিল না। বল নরম হয়ে গিয়েছিল, আর পিচও ধীর ছিল। জাদেজা বুঝেছিল যে টেলএন্ডাররা ব্যাটিং করছে, তাই সে রক্ষণশীলভাবে এগিয়ে যেতে চেয়েছিল। আমি মনে করি ও ভালো ব্যাটিং করছিল।”
জাদেজার সাম্প্রতিক উন্নতি নিয়েও প্রশংসা করেন পূজারা। তিনি বলেন, “গত পাঁচ বছর ধরে ওর ব্যাটিংয়ে উন্নতি হয়েছে, বিশেষ করে বিদেশের মাটিতে। ম্যাচের দিনও ও অনুশীলন করে, এটা খুব কম দেখা যায়। পেসারদের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ওর স্পষ্ট উন্নতি চোখে পড়ে”।
তিনি আরও বলেন, “আগে ও স্পিন ভালো খেলত, কিন্তু সিমারদের বিরুদ্ধে একটু দুর্বল ছিল। এখন দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই ও আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে গেলে ফার্স্ট ক্লাসের অভিজ্ঞতাকে কাজে লাগাতে জানতে হয় এবং জাদেজা সেটা পারছে।”
জাদেজার এই ইনিংস হয়তো ভারতের জয় এনে দিতে পারেনি কিন্তু একজন ব্যাটসম্যান হিসেবে তাঁর দক্ষতা এবং ম্যাচ পড়ার ক্ষমতা যে উন্নত হয়েছে, সেটা স্পষ্ট করে দিচ্ছেন পূজারা। আগামী দিনেও জাদেজার ব্যাট থেকে এই ধরণের ইনিংস দেখার জন্য আগ্রহী ভারতীয় সমর্থকরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন