ENG vs IND Test: ভেঙেছে আঙুল, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্টোকসের 'বীর যোদ্ধা' বশির! পরিবর্তে কে?

People's Reporter: লর্ডসে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ফিল্ডিং করার সময় আঙুলে গুরুতর চোট পান শোয়েব বশির।
শোয়েব বশির
শোয়েব বশিরছবি - আইসিসি-র এক্স হ্যান্ডেল
Published on

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার শোয়েব বশির। আঙুলে চোটের কারণে তাঁকে পরবর্তী দুই টেস্টে পাওয়া যাবে না। তাঁর পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে স্পিনার লিয়াম ডসনকে।

লর্ডসে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ফিল্ডিং করার সময় আঙুলে গুরুতর চোট পান শোয়েব বশির। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে আঘাতের কারণে সিরিজের বাকি ম্যাচগুলিতে আর খেলতে পারবেন না এই প্রতিভাবান অফ-স্পিনার।

ঘটনাটি ঘটে ভারতের প্রথম ইনিংসে, যখন রবীন্দ্র জাদেজার একটি ড্রাইভ থামাতে গিয়ে চোট পান বশির। মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও, বশির পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামেন এবং শেষ দিনেও বল হাতে দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর বলেই আউট হন মহম্মদ সিরাজ।

ভারতের জয়ের জন্য দরকার ছিল ২৩ রান। আর ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১ উইকেট। চোটগ্রস্ত অবস্থাতেই সিরাজের উইকেট পান তিনি।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বশিরের সাহসিকতার প্রশংসা করে বলেন, “বশির একজন সত্যিকারের যোদ্ধা। ভাঙা হাতে ব্যাট নিয়ে নামা এবং তারপর বল হাতে শেষ উইকেট তুলে নেওয়া - দলের জন্য এটা একজন বীরই পারে”।

বশিরের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে ৩৫ বছর বয়সী লিয়াম ডসনকে। যিনি ইংল্যান্ডের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালের জুলাই মাসে। তিনি বেশ কয়েক বছর ধরে হ্যাম্পশায়ারের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এবং ২০২৩ ও ২০২৪ সালে পিসিএ প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন।

শোয়েব বশিরের এই সাহসিকতা এবং পারফরম্যান্স ক্রিকেটবিশ্বে ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে। তবে তাঁর অনুপস্থিতি সিরিজের বাকি অংশে ইংল্যান্ডের স্পিন আক্রমণের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড - বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, লিয়াম ডসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং এবং ক্রিস ওকস।

শোয়েব বশির
AUS vs WI Test: ২৭ রানে অল-আউট থেকে স্টার্কের ৪০০তম উইকেট, ইতিহাসের সাক্ষী থাকলো সাবিনা পার্ক!
শোয়েব বশির
ENG vs IND Test: ব্যর্থ জাদেজা-বুমরাহ-র লড়াই, ব্যাটিং বিপর্যয়ে লর্ডস টেস্টে হার ভারতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in