ENG vs IND Test: ব্যর্থ জাদেজা-বুমরাহ-র লড়াই, ব্যাটিং বিপর্যয়ে লর্ডস টেস্টে হার ভারতের

People's Reporter: ভারতের ব্যাটিং বিপর্যয়ে ৫ টেস্ট ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে লিড নিল ইংল্যান্ড। লর্ডস টেস্ট নিয়ে বাড়তি উন্মাদনা ছিল ক্রিকেট ভক্তদের মধ্যে।
লড়াই করেও হার ভারতের
লড়াই করেও হার ভারতেরছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

লর্ডসে ভারতকে হারিয়ে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে লিড নিল ইংল্যান্ড। রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহর লড়াই ব্যর্থ হল। ভারতের প্রথম সারির ৪ ব্যাটারের সম্মিলিত বলের থেকে অধিক বল খেলেছেন বুমরাহ। প্রায় ১০০ মিনিট মাঠে ছিলেন তিনি। ভারতের ইনিংস শেষ হল ১৭০ রানে।

ভারতের ব্যাটিং বিপর্যয়ে ৫ টেস্ট ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে লিড নিল ইংল্যান্ড। লর্ডস টেস্ট নিয়ে বাড়তি উন্মাদনা ছিল ক্রিকেট ভক্তদের মধ্যে। ১৯৩ রানের লক্ষ্যমাত্রা থাকায় অনেকেই ভেবেছিলেন সহজেই জয় তুলে নেবে টিম ইন্ডিয়া। কিন্তু ঘরের মাঠে মাত্র ৫৮ রানের বিনিময়ে ৪ উইকেট পেয়ে বাড়তি অক্সিজেন পায় ইংল্যান্ড। পঞ্চম দিনেও একই দৃশ্য দেখা যায়। পর পর ভারতের উইকেট পড়তে থাকে।

মাঝে রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ-র পার্টনারশিপে চাপে পড়ে যায় ইংল্যান্ড। সেই পার্টনারশিপ ভাঙেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। বুমরাহ ৫৪ বল খেলে ৫ রানে আউট হন। চাপের মুখে পড়েও টেস্ট কেরিয়া ২৬তম হাফসেঞ্চুরি করেন রবীন্দ্র জাদেজা। সিরাজ নামলেও বিশেষ কোনও লাভ হয়নি। শোয়েব বশিরের বলে আউট হন তিনি। নট আউট থেকে গেলেন জাদেজা।

ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট পান জোফ্রা আর্চার এবং বেন স্টোকস। ২টি উইকেট নেন ব্রাইডন কার্স এবং ১টি করে উইকেট সংগ্রহ করেন ক্রিস ওকস ও শোয়েব বশির।

উল্লেখ্য, লর্ডসে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৮৭ রান করেন বেন স্টোকসরা। জবাবে ব্যাট করতে নেমে একই রানে থামে ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে ১৯২ রানে থামে ইংল্যান্ড। জয়ের জন্য দরকার ছিল ১৯৩ রান। কিন্তু একের পর এক ব্যাটিং বিপর্যয় তৃতীয় টেস্ট হারের মূল কারণ হয়ে দাঁড়ালো।

চতুর্থ টেস্ট শুরু হবে আগামী ২৩ জুলাই থেকে। ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড। সেই টেস্ট জিতে সমতা ফেরানোই এখন ভারতীয় দলের লক্ষ্য।

লড়াই করেও হার ভারতের
ENG vs IND Test: 'সব সীমা অতিক্রম করেছেন...' - আইসিসির শাস্তির কোপে সিরাজ!
লড়াই করেও হার ভারতের
Scott Boland: স্কট বোলান্ডের দুরন্ত বোলিং, টেস্ট ইতিহাসে ১১০ বছরে নয়া নজির অজি পেসারের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in