ENG vs IND Test: 'সব সীমা অতিক্রম করেছেন...' - আইসিসির শাস্তির কোপে সিরাজ!

People's Reporter: চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ওপেনার বেন ডাকেটের আউটের সময় একটু উত্তেজনাপূর্ণ উদযাপন করতে দেখা যায় সিরাজকে। এমনকি তাঁর ধাক্কাও লাগে বেন ডাকেটের সাথে।
মহম্মদ সিরাজ
মহম্মদ সিরাজছবি - ইন্ডিয়ান ক্রিকেটের ফেসবুক পেজ
Published on

লর্ডস টেস্টের চতুর্থ দিনে আইসিসি-র আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে ম্যাচ ফি-র ১৫% জরিমানা করা হয়েছে। আইসিসির তরফ থেকে জানানো হয়, সমস্ত সীমা অতিক্রম করেছেন ভারতীয় পেসার। যার জেরে এই শাস্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটে চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের আউটের সময় একটু উত্তেজনাপূর্ণ উদযাপন করতে দেখা যায় সিরাজকে। এমনকি তাঁর ধাক্কাও লাগে বেন ডাকেটের সাথে।

আইসিসি জানিয়েছে, সিরাজের এই আচরণ খেলোয়াড় ও সহায়তা কর্মীদের জন্য প্রযোজ্য আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করে। এই ধারা অনুযায়ী, আউট করার সময় ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে অবমাননাকর ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ ব্যবহার করলে তা শাস্তিযোগ্য অপরাধ।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, "মহম্মদ সিরাজকে তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।" গত ২৪ মাসে এটি তাঁর দ্বিতীয় অপরাধ।

ঘটনাটি নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক কড়া প্রতিক্রিয়া জানান। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে তিনি বলেন, “এটা মেনে নেওয়া যায় না। কেউ ব্যাটসম্যানের চোখের দিকে তাকিয়ে তিন ইঞ্চি দূর থেকে চিৎকার করবে! এটা ঠিক নয়। উইকেট নিয়ে উদযাপন করো ঠিক আছে কিন্তু শারীরিক সংযোগের কোনও স্থান নেই”।

উল্লেখ্য, কোনও খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট সংগ্রহ করলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং তাঁকে ম্যাচ থেকে নিষিদ্ধ করা হতে পারে।

মহম্মদ সিরাজ
ENG vs IND Test: ড্রেসিংরুমে শক্তিশালী ব্যাটার আছে - ৪ উইকেট হারিয়েও লর্ডস টেস্ট জয়ে আশাবাদী সুন্দর
মহম্মদ সিরাজ
Scott Boland: স্কট বোলান্ডের দুরন্ত বোলিং, টেস্ট ইতিহাসে ১১০ বছরে নয়া নজির অজি পেসারের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in