ENG vs IND Test: ড্রেসিংরুমে শক্তিশালী ব্যাটার আছে - ৪ উইকেট হারিয়েও লর্ডস টেস্ট জয়ে আশাবাদী সুন্দর

People's Reporter: চতুর্থ দিনে বল হাতে অনবদ্য পারফর্ম করেন সুন্দর। তাঁর ৪ উইকেট ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে গুটিয়ে দেয়।
জয়ের জন্য আশাবাদী ওয়াশিংটন সুন্দর
জয়ের জন্য আশাবাদী ওয়াশিংটন সুন্দরছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

লর্ডসের ঐতিহাসিক মঞ্চে টেস্ট জয়ের অনেকটাই কাছে ভারতীয় দল। তবে ভারতকে চিন্তায় রাখছে মাত্র ৫৮ রানে ৪ উইকেট পড়ে যাওয়া। ওয়াশিংটন সুন্দর অবশ্য জয়ের জন্য আশাবাদী। তিনি জানান, ভারতের ড্রেসিংরুমে এমন অনেক ব্যাটার রয়েছেন যাঁরা ম্যাচ জিতিয়ে দেবেন।

চতুর্থ দিনে বল হাতে অনবদ্য পারফর্ম করেন সুন্দর। তাঁর ৪ উইকেট ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানেই গুটিয়ে দেয়। যা ম্যাচে ভারতের প্রত্যাবর্তনের রাস্তা খুলে দেয়। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে সুন্দর বলেন, “আমরা ইতিবাচকভাবে মাঠে নামব। আমাদের ড্রেসিংরুমে এখনও অনেক শক্তিশালী ব্যাটসম্যান আছেন। লর্ডসে টেস্ট জেতা সব দিক থেকেই অসাধারণ হবে।”

ভারতের শুরুটা অবশ্য হতাশাজনক। প্রথম সারির তিন ব্যাটার - যশস্বী জয়সওয়াল, শুবমন গিল, করুণ নায়ার এবং নাইট ওয়াচম্যান আকাশ দীপ ফিরে যান দ্রুত। তবে কেএল রাহুল এখনও অপরাজিত ৩৩ রানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৩৫ রান।

সুন্দর তাঁর বোলিং নিয়ে বলেন, “প্রথম ও দ্বিতীয় ইনিংসের জন্য আমার কিছু নির্দিষ্ট পরিকল্পনা ছিল এবং আমি তা বাস্তবায়ন করতে পেরে খুশি। টেস্ট ক্রিকেটে বিভিন্ন সময়ে নিজেকে বদলে নেওয়া জরুরি।”

তাঁর শিকারদের মধ্যে ছিলেন ইন-ফর্ম ব্যাটার জেমি স্মিথও। সেই উইকেটটিকে বিশেষভাবে উপভোগ করেছেন সুন্দর। তিনি বলেন, “দুই ড্রেসিংরুমেই আক্রমণাত্মক মনোভাব ছিল। তৃতীয় দিনের কিছু উত্তেজক মুহূর্ত তা আরও প্রকাশ্যে এনেছে”।

ভারতের সামনে এখন ঐতিহাসিক এক সুযোগ। 'হোম অফ ক্রিকেট'-এ টেস্ট জয় শুধু সিরিজে ২-১ এগিয়ে যাওয়া নয় বরং একটি ক্রিকেটীয় মহাকাব্যের অংশ হওয়া। এখন দেখার পঞ্চম দিনের কঠিন পরীক্ষা কতটা সফলভাবে ভারত পাশ করতে পারে।

জয়ের জন্য আশাবাদী ওয়াশিংটন সুন্দর
ISL: আইএসএল নিয়ে অনিশ্চয়তা! কী বলছেন দুই প্রধানের কর্তারা?
জয়ের জন্য আশাবাদী ওয়াশিংটন সুন্দর
Mohammed Siraj: 'জীবনের কোনও ভরসা নেই' - লর্ডস টেস্টে ২ উইকেট দিয়োগো জোটাকে উৎসর্গ সিরাজের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in