ISL: আইএসএল নিয়ে অনিশ্চয়তা! কী বলছেন দুই প্রধানের কর্তারা?

People's Reporter: এফএসডিএল চিঠিতে উল্লেখ করেছে তাদের সঙ্গে ভারতীয় ফুটবলে নিয়ন্ত্রণ সংস্থার স্বাক্ষরিত মাস্টার্স রাইটস এগ্ৰিমেন্ট (MRA) শেষ হচ্ছে আগামী ৮ই ডিসেম্বর।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সংকটে ভারতীয় ফুটবল। ২০২৫-২৬ আইএসএল আপাতত স্থগিত থাকছে। শুক্রবার চিঠি পাঠিয়ে আইএসএল-এর সব দলকে সিদ্ধান্তর কথা জানিয়ে দিয়েছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)। সেই সঙ্গে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে এআইএফএফ-কেও।

এফএসডিএল চিঠিতে উল্লেখ করেছে তাদের সঙ্গে ভারতীয় ফুটবলে নিয়ন্ত্রণ সংস্থার স্বাক্ষরিত মাস্টার্স রাইটস এগ্ৰিমেন্ট (MRA) শেষ হচ্ছে আগামী ৮ই ডিসেম্বর।  আইএসএল শুরু হলেও নির্ধারিত সময়সীমার অনেক আগেই চুক্তি শেষ হয়ে যাবে।

নতুন করে চুক্তি করা নিয়ে বেশ কয়েক মাস আগে আলোচনা শুরু হলেও কোনো সমাধান সূত্র মেলেনি এখনও পর্যন্ত। বর্তমান পরিস্থিতিতে যেহেতু ডিসেম্বরের পর আর চুক্তি থাকছে না, তাই ২০২৫-২৬ মরসুমের আইএসএল পরিকল্পনা অনুযায়ী আয়োজন বা বাণিজ্যিকরণ করতে রাজি নয় এফএসডিএল। যদিও আশার আলো দেখছেন কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল আর মোহনবাগান।

ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ''আমার মনে হয় আইএসএল হবে।ভারতবর্ষে ফুটবল থেমে থাকবে না। আমি নিশ্চিত কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ফুটবল থেমে থাকুক, সরকার বা ফেডারেশন চায় না। এফএসডিএল না হোক অন্য কেউ করবে। আমার মনে হয়, এফএসডিএল হয়তো আগে থেকে জানতে পেরেছে সুপ্রিম কোর্ট থেকে একটা নতুন রায় আসছে। যেখানে হয়তো উল্লেখ থাকবে, দেশের এক নম্বর লিগ পরিচালনা করতে হবে ফেডারেশনকে। তবে আমার মনে হয়, এই সমস্যাটা অনেক আগে সমাধান হতে পারত। এই মুহূর্তে সব ক্লাব, ফ্র্যাঞ্চাইজিদের একজোট হয়ে সামনে আসা উচিত"।

এদিকে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেন, 'এফএসডিএল আর ফেডারেশন দু’জনেরই ব্যর্থতা। এটা কখনই প্রত্যাশিত নয়। ভারতীয় বিচারব্যবস্থার প্রতি আস্থা আছে। তারা ভারতীয় ফুটবলকে ভালো করতে গিয়ে আরও একশো বছর পিছিয়ে দেবে না। প্রচুর ক্লাব, ফুটবলারদের স্বার্থ এর সঙ্গে জড়িয়ে। কবে থেকে শুনছি এর একটা সমাধান হবে। কিন্তু এভাবে চলতে থাকলে তো ভারতীয় ফুটবল পিছিয়ে যাবে। আমাদের এএফসি খেলতে হবে। ফলে টিম করতেই হবে। অন্য দলগুলো কি শুধু ডুরান্ড খেলার জন্য টিম করবে? সব দলগুলোকে এগিয়ে আসা উচিত'।

ছবি প্রতীকী
Bhaichung Bhutia: 'কল্যাণ খেলার সময়েও রাজনীতি করত, খেলার পরও করছে' - বিস্ফোরক বাইচুং ভুটিয়া
ছবি প্রতীকী
Wimbledon 2025: ইগা সোয়াটেক বনাম আমান্ডা আনিসিমোভা! নতুন উইম্বলডন চ্যাম্পিয়ন পেতে চলেছে টেনিস বিশ্ব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in