
শনিবার উইম্বলডনের সেন্টার কোর্টে মুখোমুখি হচ্ছেন দুই তারকা - পোল্যান্ডের ইগা সোয়াটেক (Iga Swiatek) এবং আমেরিকার আমান্ডা আনিসিমোভা (Amanda Anisimova)। ফলে উইম্বলডন (Wimbledon) পেতে চলেছে নতুন মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন।
প্রাক্তন বিশ্ব নম্বর এক এবং পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সোয়াটেক দীর্ঘ সময় ধরে ফর্মহীনতায় ভুগলেও, এবার উইম্বলডনের ঘাসের কোর্টে তিনি যেন নিজের পুরনো ছন্দকে খুঁজে পেয়েছেন। গোটা টুর্নামেন্টে মাত্র একটি সেট হেরে তিনি প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে পৌঁছেছেন।
সেমিফাইনালে বেলিন্ডা বেনসিককে ৬-২, ৬-০ ব্যবধানে হারিয়ে তিনি বলেছিলেন, “ঘাসের উপর আরামদায়ক থাকার এই নতুন অনুভূতি আমি উপভোগ করছি। এখানে অতিরিক্ত চিন্তা করার কোনও জায়গা নেই”।
অন্যদিকে, আমান্ডা আনিসিমোভা মানসিক সমস্যার কারণে ২০২৩ সালে সাত মাসের বিরতি নেন। এই দীর্ঘ বিরতির পর, কারও আশা ছিল না যে তিনি ফাইনালে উঠতে পারবেন। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে, তিনি এবার তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছেছেন। সেমিফাইনালে তিনি হারিয়েছেন বিশ্বের বিশ্ব এক নম্বর আরিনা সাবালেনকাকে।
ম্যাচের পর আনিসিমোভা জানান, "যখন আমি বিরতি নিয়েছিলাম, অনেকেই বলেছিল আমি আর ফিরে আসতে পারব না। কিন্তু আমি প্রমাণ করেছি, যদি তুমি নিজেকে অগ্রাধিকার দাও, তাহলে শীর্ষে ফেরা সম্ভব।"
দুই খেলোয়াড়ই এই ফাইনালে মুখোমুখি হচ্ছেন প্রথমবারের মতো। একদিকে অভিজ্ঞতা ও খ্যাতির ভার, অন্যদিকে নতুন করে জয়ের খিদে। ভারতীয় সময় সন্ধ্যা ৮.৩০টার সময় মহিলাদের সিঙ্গেলস ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন