AIFF: ফিফা র‍্যাঙ্কিং-এ ফের অবনমন, ৯ বছরের মধ্যে সবথেকে খারাপ স্থানে ভারত! শীর্ষেই আর্জেন্টিনা

People's Reporter: গত জুন মাসে টানা দুটি পরাজয় ভারতের র‍্যাঙ্কিং পতনের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। ৪ জুন থাইল্যান্ডের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারত ২-০ ব্যবধানে হারে।
ফিফা তালিকাইয় অবনমন ভারতের
ফিফা তালিকাইয় অবনমন ভারতেরছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

বৃহস্পতিবার প্রকাশিত ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিং তালিকায় ভারতীয় পুরুষ ফুটবল দল ছয় ধাপ পিছিয়ে ১৩৩তম স্থানে নেমে এসেছে। যা ভারতের গত ৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থান। ২০১৬ সালের ডিসেম্বর মাসে শেষবার এতটা খারাপ অবস্থানে ছিল ভারত। সেই সময় তাদের র‍্যাঙ্কিং ছিল ১৩৫।

গত জুন মাসে টানা দুটি পরাজয় ভারতের র‍্যাঙ্কিং পতনের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। ৪ জুন থাইল্যান্ডের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারত ২-০ ব্যবধানে হারে। এরপর এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে হারতে হয় ব্লু টাইগার্সদের। এই হতাশাজনক ফলাফলের পরই প্রধান কোচ মানোলো মার্কেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)।

বর্তমানে ভারতের রেটিং পয়েন্ট ১১১৩.২২। যা পূর্ববর্তী রেটিং ১১৩২.০৩ থেকে অনেক কম। ৪৬টি এশিয়ান দেশের মধ্যে ভারত বর্তমানে ২৪তম স্থানে রয়েছে, যেখানে শীর্ষে আছে জাপান (বিশ্বর ১৭তম র‍্যাঙ্কিং)।

২০২৭ সালের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে হংকংয়ের বিপক্ষে হারের ফলে ভারতের অবস্থান অত্যন্ত খারাপ হয়েছে। কোচ মার্কেজের অধীনে ভারত শেষ আটটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে (মার্চে মালদ্বীপের বিপক্ষে)। চলতি বছরের চারটি ম্যাচে ভারত একটি জয়, একটি হার এবং দুটি ড্র করেছে।  

ভারতের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ রয়েছে অক্টোবরে। যেখানে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে তারা সিঙ্গাপুরের মুখোমুখি হবে। এটি অ্যাওয়ে ম্যাচ।

অন্যদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। এরপর যথাক্রমে ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি এবং ক্রোয়েশিয়া রয়েছে।

ফিফা তালিকাইয় অবনমন ভারতের
Luka Modric: রিয়াল মাদ্রিদে শেষ মড্রিচ যুগ, নতুন গন্তব্যস্থল কোথায় জানেন?
ফিফা তালিকাইয় অবনমন ভারতের
FIFA Club World Cup: রিয়ালকে ৪-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি! প্রতিপক্ষ চেলসি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in