
রিয়াল মদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলো পিএসজি। গোটা ম্যাচে ম্লান দেখালো মাদ্রিদ ডিফেন্সকে। সেমিফাইনাল হেরে হতাশ রিয়াল কোচ জাবি আলোনসো।
বুধবার মধ্যরাতে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। ম্যাচের শুরু থেকেই রিয়ালের উপর চাপ বাড়াতে শুরু করে পিএসজি। যার জেরে মাত্র ৬ মিনিটের মাথায় ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্সের ক্লাবটি। ৯ মিনিটের মাথায় ডেম্বেলের গোল রিয়ালকে ম্যাচ থেকে অনেকটাই দূরে সরিয়ে দেয়। ২৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন ফাবিয়ান রুইজ। ৮৭ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন গন্সালো রামোস।
ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, “শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়াটা আমাদের কাছে কঠিন হয়ে যায়। এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পিএসজি এমন একটা দল যারা গত ২ বছর ধরে নিজেদেরকে ধীরে ধীরে গড়ে তুলেছে। এই মুহূর্তে, আমাদের একটি উপযুক্ত বিরতি প্রয়োজন”।
অন্যদিকে, পিএসজি কোচ লুই এনরিকে জানান, “আমার খুবই ভালো লাগছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ধরণের ম্যাচ খেলা সবসময়ই কঠিন। আমার মনে হয় আমরা খেলাটি খুব ভালোভাবে শুরু করেছিলাম এবং আমরা পারফরম্যান্সে খুশি”।
পিএসজির জয়ে সবথেকে অবদান বেশি মিডিফিল্ডার ফাবিয়ান রুইজের। ৬ মিনিটের মাথায় তিনিই প্রথম গোল করে দলকে ১-০ ব্যবধানে লিড দেন। ২৪ মিনিটে তাঁর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।
ম্যাচ শেষে তিনি বলেন, “গোল করে অবশ্যই ভালো লাগছে। তবে আমার গোল করার থেকে বড় কথা হল দল ফাইনালে উঠেছে। এটাতেই আমি বেশি খুশি”।
ফাইনাল ম্যাচ নিয়ে রুইজ জানান, “কঠিন ম্যাচ হতে চলেছে। চেলসি খুবই ভালো দল। তারা এই টুর্নামেন্টে ভালো করছে। তবে আশা করি আমরা জিততে পারব এবং সম্ভাব্য সেরাটা দিয়েই মরসুম শেষ করব”।
উল্লেখ্য, আগামী রবিবার মধ্যরাতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পিএসজি এবং চেলসি। ভারতীয় সময় রাত ১২.৩০-এ শুরু হবে হাইভোল্টেজ ম্যাচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন