Chris Gayle: 'কিংবদন্তি হবে কীভাবে?' - ব্রায়ান লারার রেকর্ড না ভাঙায় মুল্ডারকে তীব্র কটাক্ষ গেইলের

People's Reporter: মুল্ডার জানিয়েছিলেন, “তিনি কিংবদন্তি ব্রায়ান লারাকে সম্মান জানাতেই ইনিংস ডিক্লেয়ার করেছিলেন। এর পরেও যদি লারার রেকর্ড ভাঙার সুযোগ আসে তাহলেও তিনি একই কাজ করবেন”।
লারার রেকর্ড না ভাঙায় মুল্ডারকে কটাক্ষ গেইলের
লারার রেকর্ড না ভাঙায় মুল্ডারকে কটাক্ষ গেইলেরছবি - সংগৃহীত
Published on

ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের টেস্ট ইনিংসের রেকর্ড হাতছাড়া করা নিয়ে উইয়ান মুল্ডারকে তীব্র আক্রমণ করলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল (Chris Gayle)। তাঁর মতে মুল্ডার বোকার মতো কাজ করছেন। এই সুযোগ জীবনে দ্বিতীয়বার আসা খুবই কঠিন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক উইয়ান মুল্ডার। অনেকেই ভেবেছিলেন ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড তিনি ভেঙে দেবেন। কিন্তু লাঞ্চের পরই তিনি ইনিংস ডিক্লেয়ার করে দেন। সকলেই অবাক হন তাঁর এই সিদ্ধান্তে।

মুল্ডার জানিয়েছিলেন, “তিনি কিংবদন্তি ব্রায়ান লারাকে সম্মান জানাতেই ইনিংস ডিক্লেয়ার করেছিলেন। এর পরেও যদি লারার রেকর্ড ভাঙার সুযোগ আসে তাহলেও তিনি একই কাজ করবেন”।

মুল্ডারের সাথে একমত নন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিস গেইল। তিনি জানান, "মুল্ডার বোকার মতো কাজ করেছে। কিংবদন্তি হতে গেলে কিংবদন্তির রেকর্ড ভাঙতেই হবে। এই ধরণের সুযোগ বার বার আসে না। মুল্ডার নিজেও জানে না সে কবে আবার ৩০০ রান করতে পারবে।"

তিনি আরও বলেন, "প্রতিপক্ষ কে সেটা নিয়ে বেশি ভাবা উচিত নয়। তোমার লক্ষ্য হওয়া উচিত রেকর্ড গড়া। জিম্বাবোয়ে হোক আর ইংল্যান্ড, সেঞ্চুরি মানে সেঞ্চুরিই। কেউ প্রতিপক্ষকে নিয়ে ভাববে না। জিম্বাবোয়ের বিরুদ্ধেই হয়তো মুল্ডার কোনোদিন শূন্য রানে আউট হয়ে গেল। এটা ক্রিকেট। ওকে বুঝতে হবে।"

উল্লেখ্য, ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে ৫৮২ বলে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। সেটাই টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। লারার ইনিংসে ছিল ৪৩ টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি। আর মুল্ডার ৩৩৪ বলে ৩৬৭ রানে অপরাজিত থাকেন।

লারার রেকর্ড না ভাঙায় মুল্ডারকে কটাক্ষ গেইলের
অক্ষত ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড, ইনিংস ডিক্লেয়ার করে ৩৬৭ রানেই অপরাজিত থাকলেন মুল্ডার!
লারার রেকর্ড না ভাঙায় মুল্ডারকে কটাক্ষ গেইলের
Wiaan Mulder: অভিষেক টেস্টে ট্রিপল সেঞ্চুরি! টেস্ট অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড মুল্ডারের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in