
টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার (Wiaan Mulder)। সোমবার জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই ট্রিপল সেঞ্চুরি করলেন তিনি। টেস্টের ইতিহাসে তিনিই প্রথম অধিনায়ক যিনি অভিষেক টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন।
চোটের কারণে কেশব মহারাজ না থাকায় দ্বিতীয় টেস্টে অধিনায়ক করা হয় উইয়ান মুল্ডারকে। তিনি একজন দক্ষ নেতার মতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন ২৬৪ রান নিয়ে। সকালেই ১০০তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে ২৯৭ বলে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন।
মুল্ডারের এই ট্রিপল সেঞ্চুরি টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর আগে শুধুমাত্র ভারতের বীরেন্দ্র শেহওয়াগ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। মুল্ডার তাঁর ঠিক পরেই জায়গা করে নিলেন।
এই ইনিংসের মাধ্যমে মুল্ডার হলেন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন। এর আগে ২০১২ সালে ইংল্যান্ডের ওভালে হাশিম আমলা ৩১১ রান করেছিলেন।
এছাড়া মাত্র ২৭ বছর ১৩৮ দিন বয়সে অধিনায়ক হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুল্ডার। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বব সিম্পসনের দখলে, যিনি ২৮ বছর ১৭১ দিনে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
এমনকি এক ইনিংসে ব্যক্তিগত রানের নিরিখে একের পর এক কিংবদন্তিকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন মুল্ডার। লাঞ্চের পর ৫ উইকেটের বিনিময়ে ৬২৬ রান তুলে ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা। যার জেরে অক্ষত থাকল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড। মুল্ডার ৩৩৪ বল খেলে ৩৬৭ রানে অপরাজিত থাকলেন। আছেন। মেরেছেন ৪৯টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি। বর্তমানে তিনিই দক্ষিণ আফ্রিকার সর্বাধিক টেস্ট রানের মালিক (এক ইনিংসে)।
এক ইনিংসে চার মারার নিরিখে তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। প্রথমে আছেন ইংল্যান্ডের এডরিক। তিনি ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫২টি ৪ মেরেছিলেন। তাঁর অপরাজিত ৩১০ রানের ইনিংসে ৫টি ওভার বাউন্ডারিও ছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন