ENG vs IND Test: ৪ বছর পর ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে আর্চার, কঠিন চ্যালেঞ্জের মুখে ভারত!

People's Reporter: চোট-আঘাতের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন আর্চার। সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালে ভারতের বিরুদ্ধেই। যেখানে চেন্নাইতে জয় পেয়েছিল ইংল্যান্ড এবং আহমেদাবাদে ম্যাচ জিতেছিল ভারত।
জোফরা আর্চার
জোফরা আর্চারছবি - আইসিসির ওয়েবসাইট
Published on

৪ বছর পর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে নামছেন তারকা পেসার জোফরা আর্চার (Jofra Archer)। তৃতীয় টেস্টের প্রথম একাদশে তাঁকে রেখেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট (IND Vs ENG Test)। এই টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত একাদশে জায়গা করে নিয়েছেন পেসার জোফরা আর্চার। জশ টাং-র পরিবর্তে তাঁকে দলে নেওয়া হয়েছে।

ইংল্যান্ডের তৃতীয় টেস্ট দল ঘোষণা হওয়ার আগেই প্রাক্তন তারকা জেমস অ্যান্ডারসন জানিয়েছিলেন, “তাঁর ওভারগুলো আরও জোরদার করার চেষ্টা চালিয়ে যাওয়াই যায়। সিরিজের পরে তাঁকে খেলানো যেতেই পারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যেতে পারে। আমার মনে হয় তাঁকে খেলানো উচিত”।

বর্তমানে পাঁচ ম্যাচের সিরিজ ১-১ সমতায় রয়েছে। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ভারতীয় অধিনায়ক শুবমন গিলের রেকর্ড গড়া ইনিংসের ফলে বড় ব্যবধানে হারতে হয়েছে ইংল্যান্ডকে। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্যই দলে নেওয়া হয়েছে আর্চারকে।

২০১৯ সালের অ্যাশেজে টেস্ট অভিষেকের পর এখনও পর্যন্ত ১৩টি টেস্টে ৪২টি উইকেট এবং তিনবার পাঁচ উইকেট শিকার করেছেন। যদিও চোট-আঘাতের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালে ভারতের বিরুদ্ধেই। যেখানে চেন্নাইতে জয় পেয়েছিল ইংল্যান্ড এবং আহমেদাবাদে ম্যাচ জিতেছিল ভারত।

৩০ বছর বয়সি এই পেসারকে নিয়ে ইংল্যান্ডের প্রত্যাশা তুঙ্গে। এখন দেখার ইংল্যান্ডের পেস বিভাগে কতটা গতি এনে দেয় জোফরার

ইংল্যান্ড একাদশ - জ্যাক ক্রাউলি, ⁠বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার এবং শোয়েব বশির।

জোফরা আর্চার
Club World Cup: অভিষেক ম্যাচেই জোড়া গোল পেদ্রোর, ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
জোফরা আর্চার
ENG vs IND Test: 'উপ-মহাদেশীয়' নয়, লর্ডসে গতি সহায়ক পিচ চাইছে ইংল্যান্ড দল!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in