Club World Cup: অভিষেক ম্যাচেই জোড়া গোল পেদ্রোর, ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

People's Reporter: ব্রাইটন থেকে চেলসির সাথে চুক্তি করেন ব্রাজিলিয়ান ফুটবলার জোয়াও পেদ্রো। ২৩ বছর বয়সী তরুণ ফুটবলারের খেলার প্রশংসা করছেন সকলেই।
জোয়াও পেদ্রো এবং এনজো ফার্নান্ডেজ
জোয়াও পেদ্রো এবং এনজো ফার্নান্ডেজছবি - চেলসির ফেসবুক পেজ
Published on

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলো চেলসি। নিজের পুরনো ক্লাব ফ্লুমিনেন্সের বিরুদ্ধে জোড়া গোল করলেন চেলসিতে অভিষেক হওয়া জোয়াও পেদ্রো, যা শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে দেয় ইংলিশ ক্লাবটি।

ব্রাইটন থেকে চেলসির সাথে চুক্তি করেন ব্রাজিলিয়ান ফুটবলার জোয়াও পেদ্রো। ২৩ বছর বয়সী তরুণ ফুটবলারের খেলার প্রশংসা করছেন সকলেই। চেলসির জার্সিতে প্রথম একাদশে সুযোগ পেয়েই নজর কেড়েছেন তিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অসাধারণ পারফরম্যান্সে চেলসি ২-০ ব্যবধানে জিতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে যোগ্যতা অর্জন করেছে।

ব্রাইটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া পেদ্রোর এই অভিষেক ছিল স্মরণীয়। ম্যাচের দুই অর্ধেই একটি করে গোল করে তিনি দেখিয়ে দিলেন কেন তাঁকে বিশাল অর্থের বিনিয়োগে দলে নেওয়া হয়েছে।

চেলসি প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর রক্ষণে কিছুটা চাপে পড়েছিল। গোললাইনের সামনে মার্ক কুকুরেলার গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স এবং পরে ট্রেভর চ্যালোবাহর বিরুদ্ধে সম্ভাব্য পেনাল্টি বাতিল হওয়ায় জয় সহজ হয়ে যায় চেলসির।

দ্বিতীয়ার্ধে, ফ্লুমিনেন্স গোল শোধে মরিয়া হয়ে ওঠে। কিন্তু সেই সুযোগেই পাল্টা আক্রমণে আবারও জ্বলে ওঠেন পেদ্রো। তাঁর জোরালো শটে চেলসি ফাইনালে তাদের স্থান নিশ্চিত করে ফেলে। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ বা পিএসজি।

ম্যাচ শেষে পেদ্রো বলেন, "এটা যেন স্বপ্নের মতো অভিষেক। দুটি গোল করতে পেরে দারুণ লাগছে। যদিও ফ্লুমিনেন্স আমার পুরনো ক্লাব, তবুও আমি এখন চেলসির হয়ে খেলছি। এটা পেশাদারিত্বের ব্যাপার।"

তিনি আরও বলেন, "এখন আমাদের বিশ্রাম নিয়ে ফাইনালের জন্য প্রস্তুত হতে হবে। এটি আমার প্রথম ট্রফি জয়ের সুযোগ। অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত।"

চেলসির কোচ এনজো মারেস্কা বলেন, "জোয়াও ছুটি কাটিয়ে এসেছে, তাই সে অন্যদের চেয়ে অনেক বেশি ফ্রেশ ছিল। সে মাঝমাঠে একটু নিচে নামলেও ছোট জায়গায় তার টেকনিক দারুণ। এটা ভবিষ্যতের জন্য আমাদের বড় আশা জাগাচ্ছে।"

জোয়াও পেদ্রো এবং এনজো ফার্নান্ডেজ
Wimbledon 2025: পর পর ২ সেটে হেরেও কোয়ার্টার ফাইনালে সিনার! ইনজুরিতে ফের স্বপ্নভঙ্গ দিমিত্রভের
জোয়াও পেদ্রো এবং এনজো ফার্নান্ডেজ
ENG vs IND Test: 'উপ-মহাদেশীয়' নয়, লর্ডসে গতি সহায়ক পিচ চাইছে ইংল্যান্ড দল!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in