
১৩ বছরের ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছাড়ছেন লুকা মড্রিচ (Luka Modric)। তবে রিয়ালের হয়ে শেষটা ভালো হল না মড্রিচের। ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজির বিরুদ্ধে ৪-০ গোলে হারতে হল তাঁর দলকে।
আগেই জানিয়ে দিয়েছিলেন ক্লাব বিশ্বকাপ পর্যন্ত খেলবেন রিয়ালের হয়ে। স্প্যানিশ ক্লাবের হয়ে ৫৯৭টি ম্যাচ খেলে ২৮টি শিরোপা জিতেছেন তিনি। ২০১৮ সালের ব্যালন ডি'অরজয়ী এই ক্রোট তারকাকে আগামী মরসুমে ইতালির ক্লাব এসি মিলানের হয়ে মাঠে নামতে দেখা যাবে।
রিয়ালের জার্সিতে মড্রিচের শেষ ম্যাচটি ছিল একপ্রকার “তিক্ত বিদায়।” ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজি-র কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয় তাঁর দল। শেষ ম্যাচে ৬৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মড্রিচ। তখন তাঁর দল ৩-০ ব্যবধানে পিছিয়ে। শেষ ম্যাচেও তিনি পাস ও দ্বৈরথে দক্ষতা দেখালেও দলকে বিপর্যয় থেকে উদ্ধার করতে পারেননি।
ম্যাচ শেষে মড্রিচ বলেন, “রিয়াল মাদ্রিদের হয়ে খেলা, একজন ফুটবলার এবং ব্যক্তি হিসেবে আমার জীবন বদলে দিয়েছে। আমি গর্বিত যে ইতিহাসের সেরা ক্লাবের অন্যতম সেরা যুগের অংশ হতে পেরেছি।”
রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, “তাঁর জন্য এটি একটি তিক্ত বিদায়, কিন্তু মড্রিচ চিরকাল রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হয়ে থাকবেন।”
২০১২ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়ালে যোগ দেওয়া মড্রিচ গত এক দশকের বেশি সময় ধরে ক্লাবটির অন্যতম স্তম্ভ হয়েছিলেন। ১৩টি মরসুমে তিনি রিয়ালের হয়ে জিতেছেন রেকর্ড ২৮টি শিরোপা। যার মধ্যে রয়েছে ৬টি ইউরোপীয় কাপ, ৬টি ক্লাব বিশ্বকাপ, ৫টি ইউরোপীয় সুপার কাপ, ৪টি লা লিগা শিরোপা, ২টি কোপা দেল রে এবং ৫টি স্প্যানিশ সুপার কাপ।
অন্যদিকে, রিয়ালের পর ২০২৬ সাল পর্যন্ত ইতালির ক্লাব এসি মিলানের হয়ে খেলতে দেখা যাবে মড্রিচকে। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো একটি পোস্টে জানান, “লুকা মড্রিচ এসি মিলানে যাচ্ছেন আর এটা নিশ্চিত। ২০২৬ সালের জুন পর্যন্ত ইতালির ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন