
ফিফা ক্লাব বিশ্বকাপে হারের হতাশা কাটিয়ে মেজর লিগ সকারের (MLS) ইতিহাসে রেকর্ড গড়লেন লিওনেল মেসি। তিনিই প্রথম ফুটবলার যিনি টানা ৪ ম্যাচে জোড়া গোল করলেন। মেসির গোলে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিল ইন্টার মিয়ামি।
৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা ১৯৯৬ সালে শুরু হওয়া এমএলএস-এর ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি টানা চারটি ম্যাচে জোড়া গোল করলেন। মে মাসের শেষে মন্ট্রিয়ালের বিরুদ্ধে দুটি গোল দিয়ে শুরু, এরপর কলোম্বাস, ফের মন্ট্রিয়াল এবং নিউ ইংল্যান্ডের বিপক্ষে একই কৃতিত্ব গড়লেন।
এখনও পর্যন্ত চলতি মরসুমে ১৫টি এমএলএস ম্যাচে মেসির গোল সংখ্যা ১৪। শীর্ষ গোলদাতা স্যাম সুরি এখন মেসির থেকে মাত্র দুই গোল এগিয়ে, যদিও তিনি ছয়টি বেশি ম্যাচ খেলেছেন।
বৃহস্পতিবার জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটে রেভোলিউশনের একটি ডিফেন্সিভ ভুলের সুযোগ নিয়ে বক্সের মাঝখান থেকে বাম পায়ের শটে প্রথম গোলটি করেন মেসি। এরপর ১১ মিনিট পর সার্জিও বুস্কেটসের লং থ্রু পাস কাজে লাগিয়ে স্লোভেনিয়ান গোলরক্ষক আলজাজ ইভাসিচকে পরাস্ত করেন লিও।
এই জয়ে ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্স টেবিলে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। ৩৫ পয়েন্ট নিয়ে তারা এখনও শীর্ষে থাকা এফসি সিনসিনাটির থেকে সাত পয়েন্ট পিছিয়ে। তবে মেসিরা ৩ ম্যাচ কম খেলেছেন।
ক্লাব বিশ্বকাপে মেসির পারফরম্যান্স হয়তো প্রত্যাশামতো হয়নি। চার ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন। কিন্তু এমএলএসে তিনি যেন ফিরে এসেছেন চেনা ছন্দে। মায়ামির আক্রমণভাগে তাঁর উপস্থিতিই বড় পার্থক্য গড়ে দিচ্ছে প্রতিপক্ষের সঙ্গে। এই ছন্দে চললে এবারের মরসুমে এমএলএস গোল্ডেন বুট জেতা মেসির জন্য সময়ের অপেক্ষা হতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন