

গীতাঞ্জলি স্টেডিয়ামে রাজ্য পর্যায়ের সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু l এবছরের সুব্রত কাপে ২৬টি জেলার অংশগ্রহণকারী বিদ্যালয় ও ফুটবলারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে l
সাব ডিভিশন এবং জেলাস্তরে ১০ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৫ বালক এবং অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা নিয়ে মোট ১৫৬৪টি বিদ্যালয়ের ৪০ হাজার ৪৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে l
প্রতিযোগিতায় প্রতিযোগীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে l গতবছরের তুলনায় ৪০৬টির বেশি বিদ্যালয় এবং ১০,০০০-এর বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছেl
অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে আটটি দল, অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা বিভাগে আটটি করে দল রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে l এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলগুলি দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবে বলে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর সূত্রে খবর।
উল্লেখ্য, সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হল একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। এটি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। ১৯৬০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত এই টুর্নামেন্টের নামকরণ করা হয় ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল সুব্রত মুখার্জির নামে। এটি ভারতের প্রাচীনতম জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন