Subroto Cup: রাজ্য স্তরের সুব্রত কাপের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী, গতবারের থেকে বেড়েছে স্কুল সংখ্যা

People's Reporter: প্রতিযোগিতায় প্রতিযোগীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে l গতবছরের তুলনায় ৪০৬টির বেশি বিদ্যালয় এবং ১০,০০০ এর বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছে।
রাজ্য পর্যায়ের সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ব্রাত্য বসুর
রাজ্য পর্যায়ের সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ব্রাত্য বসুরছবি - সংগৃহীত
Published on

গীতাঞ্জলি স্টেডিয়ামে রাজ্য পর্যায়ের সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু l এবছরের সুব্রত কাপে ২৬টি জেলার অংশগ্রহণকারী বিদ্যালয় ও ফুটবলারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে l

সাব ডিভিশন এবং জেলাস্তরে ১০ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৫ বালক এবং অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা নিয়ে মোট ১৫৬৪টি বিদ্যালয়ের ৪০ হাজার ৪৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে l

প্রতিযোগিতায় প্রতিযোগীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে l গতবছরের তুলনায় ৪০৬টির বেশি বিদ্যালয় এবং ১০,০০০-এর বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছেl

অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে আটটি দল, অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা বিভাগে আটটি করে দল রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে l এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলগুলি দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবে বলে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর সূত্রে খবর।

উল্লেখ্য, সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হল একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। এটি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। ১৯৬০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত এই টুর্নামেন্টের নামকরণ করা হয় ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল সুব্রত মুখার্জির নামে। এটি ভারতের প্রাচীনতম জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট।

রাজ্য পর্যায়ের সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ব্রাত্য বসুর
Club World Cup: অভিষেক ম্যাচেই জোড়া গোল পেদ্রোর, ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
রাজ্য পর্যায়ের সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ব্রাত্য বসুর
Wimbledon 2025: পর পর ২ সেটে হেরেও কোয়ার্টার ফাইনালে সিনার! ইনজুরিতে ফের স্বপ্নভঙ্গ দিমিত্রভের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in